শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ন
পাবনায় সুজানগর ও আমিনপুর থানাকে মাদক মুক্ত করতে সুজানগর সার্কেল সহকারী পুলিশ সুপার জনাব মোঃ রবিউল ইসলাম অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
তারই ধারাবাহিকতায় আজ (২৭ জুন) সোমবার সুজানগর থানাধীন পৌরসভার অন্তগর্ত মানিকদীর গ্রামের জনৈক মোঃ রবিউল ইসলামের বাড়ির সামনে পাকা রাস্তার উপর দুপুর ১২.০৫ ঘটিকায় অভিযান চালিয়ে এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে ৫ (পাঁচ) গ্রাম মাদকদ্রব্য হেরোইন সহ গ্রেফতার করেন।মোঃ আব্দুর রাজ্জাক ওরফে রাজা(৪০) পিতা মোঃ খবির উদ্দিন প্রাং, গ্রাম চর মানিকদির, সুজানগর, পাবনা উল্লেখ্য বনিত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পূর্ব পাঁচটি মামলা আদালতে বিচারাধীন আছে। তথ্যটি নিশ্চিত করেছেন সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ হান্নান। তিনি বলেন সুজানগর থানাকে সন্ত্রাস ও মাদক মুক্ত করতে আন্তরিকতার কোন ঘাটতি নেই আমার।শুধু চাই আপনাদের সহযোগিতা। উক্ত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।