রবিবার, ১১ মে ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন: প্রেমের ফাঁদে ফেলে রনজিৎ দত্তকে হত্যা, প্রধান দুই আসামি গ্রেফতার প্রধান উপদেষ্টার আহ্বান এলডিসি উত্তরণ মসৃণ করতে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের চট্টগ্রামে বৌদ্ধ সম্প্রদায়ের শান্তি শোভাযাত্রায় আমীর খসরু মাহমুদ চৌধুরী রাজশাহীর দুর্গাপুরে মকবুল হত্যা মামলার প্রধান আসামি আলামিনসহ চারজন কক্সবাজারে গ্রেপ্তার তানোরে ফসলী জমি হ্রাস খাদ্য ঘাটতির আশঙ্কা নতুন সংবিধান হওয়া পর্যন্ত ৭২’র সংবিধানে সংশোধনী আনা যেতে পারে: আইন উপদেষ্টা ‘আল-মারচুচ হজ্ব কাফেলা আল্লাহর মেহমানদেরকে দীর্ঘ চব্বিশ বছর ধরে সেবা দিয়ে আসছে’ র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১৫, কক্সবাজার এর যৌথ অভিযানে সীমা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার পাকিস্তানের দাবি ভারতের এস-৪০০ ধ্বংসের ভারতের পাঁচ বিমানঘাঁটিতে হামলার দাবি পাকিস্তানের

শেষ পর্যন্ত পতনের মুখে মারিউপোল?

রাশিয়া দাবি করেছে, টানা কয়েক সপ্তাহ ধরে অবরুদ্ধ থাকা বন্দর শহর মারিওপোলে ইউক্রেনের এক হাজারেরও বেশি সেনা আত্মসমর্পণ করেছে। রাশিয়ার এই দাবির বিষয়টি মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত নিশ্চিত করেনি ইউক্রেন। তবে অস্ত্র, গোলাবারুদ ও খাবার ফুরিয়ে আসায় সেখানকার ইউক্রেনীয় সেনারা যে চাপে আছে তা নানাসূত্রেই জানা যাচ্ছিল। শহরের কিছু স্থানে রুশ সেনাদের রাস্তায় টহল দেওয়া ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বার্তা বলার ছবি প্রকাশিত হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার বলেছে, ‘মারিওপোল শহরে ইউক্রেনের ৩৬তম মেরিন ব্রিগেডের এক হাজার ২৬ জন সেনা স্বেচ্ছায় তাদের অস্ত্র তুলে দিয়ে আত্মসমর্পণ করেছে। সেনারা শহরের বড় ইস্পাত কারখানা ‘মারিওপোল মেটালার্জিক্যাল প্ল্যান্ট’-এর কাছে আত্মসমর্পণ করে। সেনাদের মধ্যে ১৬২ জন কর্মকর্তা ও ৪৭ জন নারী রয়েছেন। তাঁদের অনেকেই আহত অবস্থায় ছিলেন। ’

রাশিয়ার দাবি সত্যি হলে, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনীর আক্রমণ শুরু হওয়ার পর এই প্রথম তাদের হাতে একটি বড় শহরের পতন হতে যাচ্ছে।

এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, আত্মসমর্পণের বিষয়ে তিনি কিছু জানেন না। মারিওপোলে রুশপন্থী বাহিনীগুলোর সঙ্গে থাকা রয়টার্সের সাংবাদিকরা মঙ্গলবার শহরের আজোভস্তাইল এলাকা থেকে আগুনের শিখা উঠতে দেখেছিলেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমর্থক চেচেন নেতা রমজান কাদিরভ আজোভস্তাইলে ঘাঁটি গেড়ে থাকা ইউক্রেনের অন্য সেনাদেরও আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন।

রাশিয়ার টেলিভিশনে প্রদর্শিত ছবিতে দেখা গেছে, কথিত ইউক্রেনের মেরিন সেনারা আত্মসমর্পণ করছে। তাদের অনেকে দৃশ্যত আহত। ওই সেনাদের দুই হাত ওপরে তুলে মারিওপোলের একটি রাস্তা ধরে মার্চ করে যেতে দেখা যায়।

রাশিয়া তার অধিকৃত ক্রিমিয়ার সঙ্গে দনবাসের মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দোনেত্স্ক ও লুহানস্ককে সংযুক্ত করার চেষ্টা করছে বলে মনে করা হচ্ছে। সে লক্ষ্যে সামরিক অভিযানের শুরুতেই মারিওপোল অবরোধ করে রুশ সেনারা। প্রচণ্ড গোলা ও বোমা হামলায় শহরটির ৯০ ভাগ স্থাপনা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছিল। মেয়র বলেছেন, শহরটিতে রুশ হামলায় ২১ হাজার বেসামরিক লোক মারা গেছে। সূত্র: এএফপি, বিবিসি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com