বাংলাদেশ প্রতিদিন খবর
- মঙ্গলবার ১৩ জানুয়ারি, ২০২৬ / ৪৬ জন দেখেছে

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
নেত্রকোনা পৌরসভাকে জলাবদ্ধতা থেকে রক্ষা করতে নেত্রকোনা পৌর প্রশাসকের প্রতিটি মানবিক উদ্যোগে প্রশংসায় ভাসছে তিনি। বিগত কয়েক বছর গুলোর তুলনায় এবছর বৃষ্টির পরিমাণ কিছুটা কম হলেও পৌরবাসীকে জলাবদ্ধতা থেকে রক্ষা করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার।
যার কারনে পৌরবাসীর শুভেচ্ছা আর অভিনন্দনে সিক্ত হচ্ছেন পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার। তবে তিনি বলছেন, তিনি যা করছেন তা তার দায়িত্ববোধ থেকেই করছেন। এই কাজ গুলো করা উচিৎ।
এদিকে পৌরবাসীর দাবী, তবে কেনো গত ১৫ বছরে নেত্রকোনা পৌর সভার নির্বাচিত মেয়র ও কাউন্সিলরা পৌরসভার তেমন কোনো উন্নয়ন কাজ করেননি। যার কারনে প্রতি বছর বর্ষা মৌসুমে নেত্রকোনা পৌরসভার একটা বিরাট অংশ তীব্র জলাবদ্ধতায় নিমজ্জিত হয়।
দীর্ঘদিন পর গত বছরের শুরুর দিকে নেত্রকোনা পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পান নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয়ের ডিডিএলজি (উপ-সচিব) আরিফুল ইসলাম সরদার। তিনি দায়িত্ব নিয়েই নেত্রকোনা পৌর এলাকার ড্রেনেজ পরিস্কারের উদ্যোগ গ্রহণ করেন।
আর এই কাজ গুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পৌর প্রকৌশলী শাখা ও পানি সরবরাহ শাখার কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। তার পর নিজে প্রতিদিন সরেজমিনে তদারকির মাধ্যমে অক্লান্ত পরিশ্রম করে নেত্রকোনা পৌর এলাকার প্রায় সকল ড্রেন পরিস্কার করে টন টন ময়লা কাদা উত্তোলন করা হয়।
নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার নিজেও এই কাজ গুলো সরেজমিনে পরিদর্শন করেন। ৫/৭ ফুট গভীর এসব ড্রেন গুলো কাদা, মাটি ও বিভিন্ন ময়লা আবর্জনায় পরিপূর্ণ। সামান্য বৃষ্টিতেই নেত্রকোনা শহরের অধিকাংশ এলাকা প্লাবিত হয়ে জনজীবনে দূর্ভোগ সৃষ্টি হয়।
জন চলাচল বিঘ্নিত হয়।শহরের ড্রেন গুলো পানি নিষ্কাশনের অনুপযোগী হয়ে যাওয়ার কারনে পানি নিষ্কাশন ব্যাহত হয়। মানুষের বাড়ি ঘরে পানি ঢুকে পড়ছে। এমন পরিস্থিতিতে পৌর প্রশাসকের নান্দনিক ও সময়োপযোগী সিদ্ধান্ত নেত্রকোনা শহরবাসীকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করতে পারবে।
বৃষ্টির পর পরই এসব ড্রেন দিয়ে পানি নিষ্কাসিত হয়ে মগড়া নদীতে গিয়ে পড়ছে। ফলে শহরবাসীকে বাড়তি জলাবদ্ধতার দূর্ভোগ পোহাতে আর হবে না। আর এই কাজের সাথে যারা সরাসরি সম্পৃক্ত সেই শ্রমিকদের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করলেন পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার।
এবিষয়ে পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার বলেন, এই শহর আমাদের সকলের। এই শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদের সকলের। সবাই অক্লান্ত পরিশ্রম করে নেত্রকোনা পৌর শহরকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করতে কাজ করছেন। জনগণ জলাবদ্ধতার দূর্ভোগ থেকে রেহায় পেয়েছেন।
যার জন্য তিনি এই কাজের সাথে সম্পৃক্ত সকল শ্রমিকদের ধন্যবাদ জানান। পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদারের এরকম প্রতিটি মহৎ উদ্যোগ গ্রহণ করায় শ্রমিকরা তাদের প্রিয় স্যারকে ধন্যবাদ জানান। এদিকে অনেকেই বলেন, আমরা অনেকেই ২০/৩০ বছর ধরে পৌর সভায় সেবা দিয়ে যাচ্ছি।
এক সময়তো কাজ করেও ঠিক মতো মুজুরীটাও পেতাম না। আর আরিফুল ইসলাম সরদার স্যারের আমলে আমরা কাজ করার সাথে সাথে ন্যায্য মজুরী তো পাচ্ছিই, তাছাড়া বিপদ আপদে স্যারের কাছে কোনো আবদার করলে স্যার চেষ্টা করছেন সেই আবদার পূরণ করার।
আবার অনেকেই বলেন, আমাদের যে ভাবে স্যার সম্মানিত করেন তা ভাষায় প্রকাশ করে শেষ করা যাবে না। স্যারের জন্য আমাদের দোয়া সব সময় থাকবে।