রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন
মোহাম্মদ নান্নু মৃধা,শরীয়তপুর প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ ভাবে দোয়া চেয়েছেন ইসলামী বক্তা মুফতি আমির হামজা, কুষ্টিয়া।
শুক্রবার (২৮ নভেম্বর) গভীর রাতে শরীয়তপুরের ডামুড্যা সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠে এ সামাদ ইসলামী একাডেমীর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও বার্ষিক তাফসির কুরআন মাহফিলে বয়ান শেষে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনা করে আল্লাহর কাছে দোয়া মোনাজাত করেন। এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর (৩)আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু,একই আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুহাম্মদ আজহারুল ইসলাম এবং অনুষ্ঠানের আয়োজক এ সামাদ ইসলামী একাডেমীর চেয়ারম্যান কামাল হোসেন ঝন্টু সিকদার, উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইফুল ইসলাম, যুবদল সভাপতি মোঃ উজ্জ্বল সিকদার সহ বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা কর্মী এবং হাজার হাজার মুসল্লিগণ উপস্থিত ছিলেন।