রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন
মো. সেলিম উদ্দিন খাঁন
মাত্র ২৯ দিনের মাথায় আবারও বদলি হলো চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি)। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জের বর্তমান ডিসি মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞাকে চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
২৫ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞা ২০২৪ সালের ১৪ জানুয়ারি নারায়ণগঞ্জের ডিসি হিসেবে যোগদান করেছিলেন।
এর আগে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে ফেনীর ডিসি সাইফুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যিনি মাত্র ২৯ দিন পরই বদলি হলেন।
তারও আগে মাত্র ২৪ দিন আগে চট্টগ্রামের নতুন ডিসি হিসেবে মোহাম্মদ আব্দুল আউয়ালকে নিয়োগ দেওয়া হলেও তিনি যোগদানের আগেই সেই আদেশ বাতিল করে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে একযোগে নয়টি জেলার জেলা প্রশাসক পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছে।