বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে আন্ডারগ্রাউন্ড পাওয়ার গ্রিড ক্যাবেল স্থাপনে দুর্ঘটনা, ক্যাবেল অক্ষত থাকার দাবি কর্তৃপক্ষের নওগাঁ ও সান্তাহার জনংশন এলাকায় রাত্রিকালীন সড়কের ছিনতাই অপরাধ প্রতিরোধে পুলিশের যৌথ মহড়া কক্সবাজার সৈকতে পর্যটকদের নিরাপত্তায় মধ্যরাতেও টহলে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জেলা শহর থেকে সেন্ট মার্টিনের দূরত্ব ১২০ কিলোমিটার-এ দ্বীপের আর্তনাদ শুনতে কি পাও মহাদেবপুরে নাদিম টেলিকমে চাঞ্চল্যকর চুরি, কিশোর চোর আটক নওগাঁয় সরিষা ক্ষেত থেকে আশরাফুল নামে এক যুবকের লাশ উদ্ধার নেত্রকোণায় গণভোট সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘হারার ভয়ে খেলে না, সেই কথা তো বলে না’— শাকসু–ব্রাকসু সচলের দাবিতে বেরোবিতে শিক্ষার্থীদের স্লোগান নেত্রকোনায় নিরাপত্তার আশ্বাসে খালিয়াজুরীর হাওরাঞ্চলে ফিরেছে ভোটের আস্থা নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড

নওগাঁর রক্তদহ বিলে “পাখি পল্লীর” সৌন্দর্য বর্ধনের জন্য শতাধিক গাছ হস্তান্তর

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগর উপজেলায় বিনোদন কেন্দ্র হিসেবে রক্তদহ বিল এলাকায় পর্যটন এলাকা ও পাখি পল্লী গড়ে তোলা হয়েছে।

এলাকাটিতে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ।

এবার এলাকাটির সৌন্দর্য বর্ধনের জন্য একটি অরাজনৈতিক সংগঠন অপরাজিতা ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার ৭ আগষ্ট ফাউন্ডেশনের মাসুম পারভেজ ও সবুজ সরদার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম ও উপজেলা পরিষদের সিএ আনছার আলীর হাতে তুলে দেন দারচিনি, তেজপাতা, লটকন, কাঠবাদাম, জাম, নিম, পাইকড় ও বট গাছ।

ইউএনও রাকিবুল হাসানের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে মাসুম পারভেজ বলেন, তিনি আমাদের এই উপজেলাকে সারা দেশের মানুষের কাছে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এলাকাবাসী হিসেবে আমাদেরও উচিৎ এগিয়ে আসা। তাই আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে গাছগুলো হস্তান্তর করা হয়েছে।

এলাকাটি পর্যটকদের কাছে আরও আকর্ষনীয় করতে পর্যটন এলাকার সৌন্দর্য বৃদ্ধিতে বহুমুখি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। তিনি পর্যটকদের কাছে আকর্ষনীয় করে তুলতে অনেক কিছু করবেন বলে পরিকল্পনায় আছে তার।
পাশাপাশি বিভিন্নভাবে যারা সার্বিক সহযোগিতা করছেন তাদেরকে ধন্যবাদ জানান তিনি।

উল্লেখ, খালের দুই পাশ দিয়ে গড়ে তোলা হয়েছে পাখি পল্লী, মৎস্য অভয়ারণ্য ও পর্যটন এলাকা। বর্ষা মৌসুমে পানিতে টইটম্বুর হওয়া বিল ও খালটি দর্শন করতে এলাকাটি দর্শনার্থীদের আগমনে জমজমাট হয়ে ওঠে। কিন্তু বর্ষা মৌসুমে বিল ও খালের সৌন্দর্য প্রকাশে এবং নৌকা চলাচলের বড় বাধা ছিলো কচুরিপানা। পাখি পল্লীর সৌন্দর্য নষ্ট করার প্রধান অন্তরায় ছিলো খালে জমে থাকা এই কচুরিপানা।

পর্যটন এলাকায় আসা দর্শনার্থীরা যেন সহজেই নৌকা করে বর্ষার রূপ ও পর্যটন এলাকার সৌন্দর্য উপভোগ করতে পারেন সেই জন্য সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসানের প্রচেষ্টায় ওই এলাকার সংযোগ রতনডারা খালের কচুরিপানা পরিষ্কার করা হয়েছে। ফলে সৌন্দর্য যেন হারিয়ে ফেলা খাল ফিরে পেয়েছে তার প্রাকৃতিক জীবনধারা। খালজুড়ে এখন বইছে নির্মল জলধারা, চলছে নৌকা।

এখন পরিবর্তনের ছোঁয়ায় রক্তদহ বিল এলাকা হয়ে উঠেছে আরও আকর্ষণীয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com