রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন
জি.আর.রওনক,রাজশাহী :
শনিবার সকাল ১১টায় রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানায় এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি ও কেন্দ্রীয় উদ্যান মসজিদের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। এ উপলক্ষে চিড়িয়াখানার প্রাঙ্গণ ছিল সবুজে সবুজে ঘেরা ও অতিথিদের উপস্থিতিতে মুখরিত।
উক্ত কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি নিজের হাতে একটি গাছের চারা রোপণের মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
একইসঙ্গে, চিড়িয়াখানার অভ্যন্তরে “কেন্দ্রীয় উদ্যান মসজিদ”-এর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পুলিশ কমিশনার মহোদয়। এ সময় তার সঙ্গে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, চিড়িয়াখানার পরিবেশ ও দর্শনার্থীদের মানসিক প্রশান্তির জন্য সবুজায়নের পাশাপাশি একটি পবিত্র উপাসনালয় নির্মাণ অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বৃক্ষরোপণে অংশ নেন এবং মসজিদ নির্মাণে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এই উদ্যোগ রাজশাহীর পরিবেশ উন্নয়ন ও ধর্মীয় মূল্যবোধের চর্চায় নতুন মাত্রা যোগ করবে বলে সকলের প্রত্যাশা।