বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
উখিয়ায় রাতের আধারে বনবিভাগের অভিযানে ডাম্পার জব্দ কমছে হাতির সংখ্যা, ৬ মাসেই বহু হাতি হত্যা বৈদ্যুতিক তারের ফাঁদে বেশি হাতি হত্যা করা হচ্ছে জামায়েতের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ চন্দনাইশে ধর্ষণ করতে গিয়ে চিৎকার করায় ভাগনিকে হত্যা করল মামা, নানা-নানীকেও জবাইয়ের চেষ্টা উখিয়ায় ৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বনবিভাগ নওগাঁর মহাদেবপুরে অপবাদের জেরে সংখ্যালঘু হিন্দু গৃহবধূ বৃন্দা রানী গ্যাসবড়ি খেয়ে আত্মহত্যা বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের বিবৃতি: গাজার পক্ষে শান্তিপূর্ণ হরতাল এবং মানবতার রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান সড়ক প্রশস্ত না হলে দুর্ঘটনা কমবে না দুর্ঘটনাপ্রবণ ১৬০ কিলোমিটার-প্রায়ই ঝরছে তাজা প্রাণ আলোর মুখ দেখেনি চার লেন প্রকল্প কক্সবাজারে সংঘর্ষে জামায়াতের ওয়ার্ড আমিরসহ নিহত ৩ চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা প্রাণহানির কারণে সড়কের কালো বিটুমিন রক্তে রঞ্জিত হচ্ছে

কমছে হাতির সংখ্যা, ৬ মাসেই বহু হাতি হত্যা বৈদ্যুতিক তারের ফাঁদে বেশি হাতি হত্যা করা হচ্ছে

 

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি!

কমছে হাতির সংখ্যা, ৬ মাসেই বহু হাতি হত্যাহাতির প্রাণহানি কোনোভাবেই থামানো যাচ্ছে না। একদিকে খাবার সংকট অন্যদিকে স্থানীয়দের হামলায় ৬ মাসে সারাদেশে মারা পড়েছে অন্তত ১৮টি হাতি। এসব মৃত্যুর বেশির ভাগই অস্বাভাবিক। বৈদ্যুতিক ফাঁদে ফেলে আবার কখনো গুলি করে মারা হচ্ছে এসব হাতিদের। প্রাণী গবেষকরা বলছেন, অঙ্গপ্রত্যঙ্গ বিক্রির লক্ষ্যেই নৃশংসভাবে হাতি হত্যা করছে পাচারকারীরা।১৯৮০ সালে প্রথম জরিপে দেশে হাতি ছিল ৩৮০টি। ২০০০ সালে তা কমে দাঁড়ায় ২৩৯টিতে। সবশেষ ২০১৬ সালের জরিপে, হাতি ছিল ২৬৮টি। এরপর আর জরিপ হয়নি। ব্যক্তিপর্যায়ে থাকা পোষা হাতির তথ্যও জানে না বন বিভাগ।চলতি বছরের ৮ এপ্রিল ফাঁসিয়াখালীর জলদি রেঞ্জের মনুরমার ঝিরিতে একটি হাতিকে কুপিয়ে হত্যা করে নখ ও দাঁত কেটে নেওয়া হয়। গত কয়েক বছর ধরে হাতির প্রতি এমন নৃশংসতার নজির নেই। ২৮ মার্চ একই এলাকায় আরেকটি হাতির রহস্যজনক মৃত্যু হয়।রাঙামাটির রাজস্থলীতে গর্ভবতী বুনো হাতি মারা যায় ১১ মার্চ। দুই দিন পর কক্সবাজারের উখিয়ায় গুলি করে হত্যা করা হয় আরেকটি হাতিকে। এছাড়াও গত বছর নভেম্বরে কক্সবাজারে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু হয়। এ নিয়ে ৬ মাসে ১৮টি হাতি মারা গেছে, যার বেশির ভাগই অস্বাভাবিক। চট্টগ্রামের বন কর্মকর্তা ড. মোল্লা রেজাউল করিম বলেন, ‘ফসলের খেত রক্ষা করার ক্ষেত্রেও মানুষ আগের চেয়ে বেশি অসহিষ্ণু বলে আমার কাছে মনে হয়েছে। বন, বনভূমি ও বনের পরিবেশ–প্রাকৃতিক অবস্থা এগুলো ধ্বংস করতেও মানুষ দ্বিধা করছে না।’বন্যপ্রাণী গবেষক ড. আলী রেজা খান বলেন, ‘মৃত হাতির মাড়ির দাঁত পর্যন্ত কেটে নিয়ে যাওয়ার যে প্রবণতা দেখা গেছে, আবার কেউ কেউ জানিয়েছেন মৃত হাতির মাংসও চুরি হয়েছে—এটা দারুণভাবে সামাজিক অবক্ষয়। এটির একটা কঠিন ব্যবস্থা নেওয়া উচিত। কারা হাতিকে গুলি করে হত্যা করছে তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে।’পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলছেন, বনের হাতি রক্ষায় বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। বিচরণের জায়গাসহ স্থানীয়ভাবে সংরক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘হাতির চলাচলের জন্য আমরা কিছু কিছু খাস জায়গায় বরাদ্দ চাইছি। সেখানে আমরা হাতির খাদ্যোপযোগী আবাস করে দিতে পারব, যাতে করে মানুষের সঙ্গে হাতির যে বিরোধ তা যেন কমে আসে।’গবেষকেরা বলছেন, খাবার সংকটে মৃত্যুর চেয়ে গুলি ও বৈদ্যুতিক তারের ফাঁদে বেশি হাতি হত্যা করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com