বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন
সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহীর পবায় উপজেলা পর্যায়ে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার এ নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরণ করা হয়।
পবা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সহকারি কমিশনার ভূমি জাহিদ হাসান।
বিশেষ অতিথি ছিলেন, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী, দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলী, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসেন সরকার, জামায়াত নেতা ইয়াহিয়া, শিক্ষক সুনন্দ কুমার পাল, শিক্ষক শাহীন আলী।
বিভিন্ন ক্রীড়া পরিচালনা করেন শিক্ষক মাহবুবুর রহমান বাচ্চু, শিক্ষক আলফাজ উদ্দিন, গোলাম মুর্তুজা বাদশা।