শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়েছে।
গতকাল বিকেলে উপজেলার পদুয়া সুইচ পার্কে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমীর, সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য মজলুম জননেতা শাহজাহান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল কালাম সহ লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা এবং এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।