রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন
মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং বুড়ির দোকান নামক এলাকায় রাস্তা পারাপারের সময় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
চট্টগ্রামমুখী যাত্রীবাহী হানিফ পরিবহনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে মহাসড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়ে চিরিংঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ আরিফুল আমিন বলেন, নিহত ব্যক্তির নাম দেব কুমার ধর (৫৮)।
চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফুল আমিন জানান, রাস্তা পারাপারের সময় হানিফ গাড়ির ধাক্কায় ওই পথচারী গুরুতর আহত হয়।
খবর পেয়ে পুলিশের একটি টিম আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।এ ঘটনার হানিফ পরিবহনের গাড়িটিকে আটক করা হয়েছে বলে জানান আরিফুল আমিন।