বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন
মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে শহীদ এটিএম জাফর আলম ক্যাডেট কলেজের নামে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দেওয়া বনবিভাগের ১৫৫ দশমিক ৭০ একর জমি বাতিল করেছে ভূমি মন্ত্রণালয়।
গত ১০ ডিসেম্বর মন্ত্রণালয়ের উপ সচিব মাসুদ কামাল স্বাক্ষরিত এক পত্রে বাতিলের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। রামু উপজেলার সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ সাজ্জাদ জাহিদ রাতুল আদেশের কপিটি হাতে পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মন্ত্রণালয়ের আদেশের পর ভূমি অফিসের সংশ্লিষ্টরা ব্যবস্থা গ্রহণ করছেন।
মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব শফিউল আলমের ভাই শহীদ এটিএম জাফর আলম (প্রয়াত)। কক্সবাজার জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০১৬ সালে রামু উপজেলার খুনিয়াপালং মৌজায় ১৫৫ দশমিক ৭ একর জমি সচিব শফিউল আলমের শহীদ এটিএম জাফর আলম ক্যাডেট কলেজের নামে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দেওয়া হয়।
এ জমি ৭৭ লাখ ৭ হাজার ১৫০ টাকা মূল্য নির্ধারণ করে ৭ লাখ ৭০ হাজার ৭১৫ টাকা মূল্যে বন্দোবস্ত দেওয়া হয়। পরে শহীদ এটিএম জাফর আলম ক্যাডেট কলেজের নাম পরিবর্তন করে শহীদ এটিএম জাফর আলম মাল্টিডিসিপ্লিন একাডেমি নাম দেওয়া হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, খুনিয়াপালং মৌজায় বন্দোবস্ত দেওয়া ১৫৫ দশমিক ৭০ একর জমি গেজেটভুক্ত রক্ষিত বনভূমি। বনভূমির জমি বন্দোবস্ত বাতিল করতে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পক্ষ থেকে লিখিতভাবে চিঠি দেওয়ার পর এই বন্দোবস্ত বাতিল করা হল।