সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন
মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশের-দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার বিদায় ২০২৪ ইং’ বর্ষ : সমুদ্রসৈকতে বছরের শেষ সূর্যাস্ত দেখতে লাখো পর্যটকের ভিড়! আজ ৩১ ডিসেম্বর ২০২৪ ইংরেজী বছরের শেষ দিন। অনেক পাওয়া-না পাওয়া, হাসি-কান্না, আনন্দ-বেদনার গল্প নিয়ে সূর্যাস্তের পর স্মৃতি হবে বিদায়ী বছর। আগামীকালের সূর্য পৃথিবীতে হাজির হবে নতুন বছর ২০২৫ এর সুবাতাস নিয়ে। সুন্দর আগামীর প্রার্থনায় ব্যাকুল হবে পৃথিবীর মানুষ। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের আগমনী গান ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। দেয়ালে ঝুলিয়ে রাখার জন্য বের করা হয়েছে ক্যালেন্ডার।
আয়োজন করা হয়েছে নানা আনুষ্ঠিকতার। এদিকে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতে আজ বিদায়ী বছরের শেষ সূর্যাস্ত দেখতে ভিড় করেছেন লাখো পর্যটক। এবার থার্টি ফার্স্ট নাইটে সৈকতের উন্মুক্ত স্থানে কোনো আয়োজন না থাকলেও কয়েকটি তারকামানের হোটেল প্রশাসনের অনুমতি নিয়ে নানা আয়োজন রেখেছে।
শান্তিপূর্ণভাবে থার্টি ফার্স্ট নাইটের আয়োজন সম্পন্ন করতে ইতোমধ্যে জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা ও হোটেল মালিকদের সঙ্গে সমন্বয় সভা করেছে জেলা প্রশাসন। পাশাপাশি পর্যটকের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং শান্তিপূর্ণভাবে বর্ষবিদায় ও বরণ অনুষ্ঠান সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
থার্টি ফার্স্ট নাইটে সৈকতে আতশবাজি, পটকা ফুটানো নিষিদ্ধ জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, সৈকতের কোথাও উন্মুক্ত স্থানে কনসার্ট বা অন্য কোনো অনুষ্ঠান থাকছে না। তবে প্রশাসনের অনুমতি নিয়ে একাধিক তারকামানের হোটেল কনসার্টের আয়োজন করছে। সেখানে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে।