রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন
মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
গতকাল রাতভর চলা এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান। উপজেলার কলাউজান ইউনিয়নের উত্তর কলাউজানে এরশাদ হোসেনকে দু’লাখ টাকা, পদুয়ায় জুনাইদকে ৫০ হাজার টাকা, আমিরাবাদে আবদুল মমিনকে দু’লাখ টাকা জরিমানা করে। পাশাপাশি চারটি ড্রামট্রাক জব্দ করা হয়। অভিযানকালে সেনাবাহিনী, থানা পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান জানান, মাটি ও বালু খেকোদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।