বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।

নওগাঁয় নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কারের শতাধিক পরিবারের মুখে হাসি

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর আত্রাইয়ে নিজস্ব অর্থায়নে সংস্কার করা হচ্ছে একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা। যোগাযোগ ব্যবস্থার দূর্ভোগ লাঘবে গ্রামের কিছু ব্যক্তি উদ্যোগ নিয়ে রাস্তাটি সংস্কার করছেন। উপজেলা সদরের একেবারে সন্নিকটে বিহারীপুর গ্রাম। আত্রাই বাইপাস রাস্তা থেকে এ গ্রামে প্রবেশের রাস্তাটি দীর্ঘদিন থেকে অবহেলিত।

রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় কোন পরিবহন সেখানে প্রবেশ করতে পারেনা। ফলে এ গ্রামের শতাধিক পরিবার রোগী আনা নেয়াসহ সার্বিক যাতায়াতে চরম দূর্ভোগ পোহাচ্ছে দীর্ঘদিন যাবত। স্থানীয় জনপ্রতিনিধিসহ অনেকের কাছেই ধর্না দিয়েও রাস্তাটি সংস্কার হয়নি।অবশেষে ওই গ্রামের মহিদুল হাসান, মমিনুল হাসান, মামুনুল হাসান, মাহমুদুল হাসান, সুমি, তন্নি ও ফরিদুল আলম পিন্টু উদ্যোগ নিয়ে নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কারের কাজ শুরু করেন।

এ রাস্তা সংস্কার হলে বিহারীপুর গ্রামের শত শত পরিবার যোগাযোগ ব্যবস্থার সুফল পাবে। রোগী আনা নেয়াসহ তারা তাদের উৎপাদিত কৃষি পণ্য সহজেই বাজারজাত করতে পারবে।স্থানীয় বাসিন্দা মহিদুল হাসান বলেন, এটি একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা। এ রাস্তার দুই পার্শ্বের পুকুর থাকায় বার বার বৃষ্টির পানিতে ভেঙ্গে যাওয়ায় রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পরে।

এতে করে এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হয়। সরকারীভাবে রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগ না নেওয়াই আমরা কতিপয় ব্যক্তি মানবিক কারনে নিজস্ব অর্থায়নে পুকুরের ধার দিয়ে গাইড ওয়ালসহ রাস্তা সংস্কার করছি। এ সংস্কার কাজে প্রায় লক্ষাধিক টাকা ব্যয় হবে।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম বলেন, এটি একটি মহতি উদ্যোগ। এ গাইড ওয়াল নির্মাণের প্রয়োজন ছিল। যারা উদ্যোগ নিয়ে কাজটি করছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com