মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক মাওলানা আমান উল্লাহ গ্রেফতার রামুতে কলেজের নামে আরও ১৫৬ একর বনভূমির বন্দোবস্ত বাতিল: নড়াইলের কালিয়া উপজেলা ভ্যাটেনারি সার্জনের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত ,, কক্সবাজারের চকরিয়া উপজেলায় হাতির আক্রমণে এক যুবকের মৃত্যু হয়েছে চকরিয়ায় দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও তিনজন আটক মহানগর গোয়েন্দা (উত্তর/দক্ষিণ) বিভাগের অভিযান লোহাগাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনের ছয় মাসের কারাদণ্ড ড্যাম্পার,ওএক্সক্যাভেটর জব্দ চট্টগ্রামে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৪ ১৫ জুন থেকে একাদশে ভর্তি, ক্লাস শুরু ১ জুলাই সচিব হলেন নজরুল ইসলাম, বান্দরবানে নতুন ডিসি রিনি

হত্যা মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে প্রধান আসামি গ্রেফতার করেছে র‌্যাব-৭

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গুলি করে ও কুপিয়ে যুবলীগ কর্মী’কে হত্যা মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে এজাহার নামীয় ১নং প্রধান আসামি খান মোহাম্মদ মঈন উদ্দিন@ মঈনু র‌্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক গ্রেফতার।

নিহত ভিকটিম মঞ্জুরুল ইসলাম (৩৫) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ব্রক্ষোত্তর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন যুবলীগের সাবেক প্রচার সম্পাদক এবং একজন বালু ব্যবসায়ী। আসামিদের সাথে ভিকটিমের বালু মহল নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধের জেরে আসামিগণ ইতোপূর্বে একাধিকবার ভিকটিমকে মারধর করাসহ প্রাণ নাশের হুমকি প্রদান করেছে।

গত ০৮ অক্টোবর ২০২৩ ইং তারিখ বিকাল আনুমানিক ১৫৩০ ঘটিকায় ভিকটিম মঞ্জুরুল ইসলাম তার শান্তিনিকেতন বালুর মহলে অবস্থান কালে, আসামিগণ পূর্ব পরিকল্পিতভাবে উক্ত বালু মহলে আসে। অস্ত্রসজ্জিত আসামিদের দেখে ভিকটিম প্রাণ ভয়ে দৌড়ে পালানোর সময় আসামিরা ভিকটিমকে ধাওয়া করে বালুর মাঠেই এলোপাথাড়ি কুপাতে থাকে।

কুপানোর একপর্যায়ে আসামিদের সাথে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে ভিকটিম মঞ্জুরুল ইসলাম এর পায়ের উপরের অংশে ও নিম্নাংশে একাধিক গুলি করে গুরুতর জখম করে এবং ভিকটিমের সাথে থাকা মোঃ সেকান্দর (৩৮)’কেও মারধর করে জখম করে।

এসময় তাদের আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন গুরুতর রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা করে মঞ্জুুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

উক্ত ঘটনায় নিহত ভিকটিমের স্ত্রী বাদী হয়ে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানায় ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। যার মামলা নং ০৪/১৬৭, তারিখ ০৯ অক্টোবর ২০২৩ খ্রিঃ, ধারা-৩২৩/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।

র‌্যাব-৭, চট্টগ্রাম বর্ণিত নৃশংস ও চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের গ্রেফতারের লক্ষ্যে ব্যাপক গোয়েন্দা কার্যক্রম ও ছায়াতদন্ত আরম্ভ করে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত হত্যা মামলার এজাহার নামীয় ১নং ও প্রধান আসামি খান মোহাম্মদ মঈন উদ্দিন@ মঈন উদ্দিন@ মঈনু কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন একটি আবাসিক হোটেলে অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে তথ্য প্রযুুক্তির সহায়তায় গত ০৯ অক্টোবর ২০২৩ইং তারিখ আনুমানিক ০৭৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি অভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি খান মোহাম্মদ মঈন উদ্দিন @ মঈন উদ্দিন @ মঈনু (৪৫), পিতা-মৃত নুর মোহাম্মদ খান, সাং-মুরাদনগর, থানা-রাঙ্গুনিয়া, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে বর্ণিত হত্যা মামলার ১নং এজাহার নামীয় পলাতক আসামি। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় সে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন একটি আবাসিক হোটেলে আত্মগোপন করে ছিল।

গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com