বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
বলিউড তারকা আলিয়া ভাট গতকাল ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। এই নিয়ে গতকাল (৬ নভেম্বর) রবিবার সোশ্যাল মিডিয়া বেশ সরগরম ছিল। সন্তানের বাবা-মা হওয়ায় আলিয়া-রণবীর এখনও ভক্তকুলের কাছ থেকে পাওয়া শুভেচ্ছা- অভিনন্দন বার্তায় ভাসছেন।
এখন আলোচনা চলছে আলিয়া-রণবীরের মেয়ের নাম নিয়ে। অনেকেই বলছেন আলিয়া আগেই মেয়ের নাম ঠিক করে রেখে ছিলেন। শুধু তাই-ই নয়। পাশাপাশি এটাও আলোচনা হচ্ছে, আলিয়া আগেই জানতেন তিনি কন্যা সন্তানের জননী হবেন! এই ধরনের আলোচনার পেছনে অবশ্য একটি বড় কারণও রয়েছে।
আলিয়া মা হওয়ার পরে তার একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তিনি কথা বলছেন, তার কন্যাসন্তানের নাম নিয়ে! এরই মধ্যে ভাইরাল হয়েছে আলিয়ার পুরোনো একটি ভিডিও। ‘হিন্দুস্তান নিউজ হাব’ নামের একটি পোর্টালের সংবাদে এ তথ্য জানা গেছে।
একটি রিয়েলিটি শোয়ের অতিথি হয়ে এসেছিলেন আলিয়া। সেখানে তিনি এক প্রতিযোগীর নাম জানতে চান। বানান করে সেই খুদে জানায়, তার নাম ‘আলমা’। নামটি বেশ পছন্দ হয় আলিয়ার। মজার ছলেই তিনি জানান, মেয়ে হলে এই নামই রাখবেন তিনি।