বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন
রাজশাহী নগরীর ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন আনারের কলেজ পড়ুয়া মেয়ে কল্পনা খাতুন তার স্বামীর বাড়িতে ফিরে গিয়েছেন। আর স্বামীর কাছে ফিরে গিয়ে এবার তিনি জীবনের নিরাপত্তা চেয়ে ৯৯৯ এ ফোন দিয়ে অভিযোগ করেছেন। অভিযোগ পেয়ে নগরীর রাজপাড়া থানা পুলিশও কল্পনাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (২২ আগস্ট) সকালে নগরীর তেরোখাদিয়া এলাকায়। কল্পনা খাতুনের দাবী, তার বাবা তার স্বামী সাওনকে অপহরণে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন। সাওনকে পালিয়ে গিয়ে বিয়ে করার কারণে তার নামে ওই মামলা দিয়ে তাকে জেলও খাটানো হয়েছে। কল্পনা স্বেচ্ছায় বিয়ে করেছেন সাওনকে। বিয়ে না মেনে নিতে পেরে কল্পনার বাবা সাওনকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়েছেন। এমনকি জোর করে তার বাবা বাড়িতে আটকে রেখেছিলেন। এখনও কল্পনা এবং তার স্বামীকে নানাভাবে হুমকি দেয়া হচ্ছে। রাজপাড়া থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘একজন মেয়ে ৯৯৯ ফোন করেছিল তার এবং তার স্বামীর নিরাপত্তা চেয়ে। পুলিশ তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছি।’