শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন
মৌলভীবাজারের বন্যাকবলিত মানুষের জন্য শুদ্ধাচার পুরুস্কারের অর্থ দিয়ে দিলেন আইজিপি ড. বেনজীর আহমেদ পিপিএম (বার)।
বুধবার (৬ জুলাই) পুলিশ সদর দপ্তরে অপরাধ সভায় (আইজিপি ড. বেনজীর আহমেদ শুদ্ধাচার পুরস্কার হিসেবে প্রাপ্ত সমুদয় আর্থিক পুরস্কার (এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ) মৌলভীবাজারের বন্যা কবলিত দের সাহায্যার্থে প্রদান করেন। এসময় মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বন্যার্তদের জন্য দেওয়া অর্থ গ্রহণ করেন।
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় মৌলভীবাজার জেলার ৫ টি উপজেলা বন্যা কবলিত হয়। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়েছে জেলার কুলাউড়া, জুড়ি এবং বড়লেখা উপজেলার জনজীবন। আইজিপি ড. বেনজীর আহমেদ এর মমত্ববোধ এবং উদারতায় মৌলভীবাজারবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেন।