বাংলাদেশ প্রতিদিন খবর
- রবিবার ৩ জুলাই, ২০২২ / ১৩৭ জন দেখেছে
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদালয়ের(বুয়েট)২০২১-২২ সেশনের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় চুড়ান্ত ফলে নীলফামারীর সৈয়দপুর সরকারী বিজ্ঞান কলেজ থেকে ১৬ জন শিক্ষার্থী বিভিন্ন বিভাগে ভর্তির সুযোগ পেয়ে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠানটি । তার মধ্যে মেধা তালিকায় একজন ৫ম স্থান অধিকার করেছে। ওয়েটিং লিস্টে রয়েছে আরো অনেকে, এছাড়াও মেডিকেলে ৩৯ জন্য শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন।
কলেজ সুত্রে জানাগেছে, ২৬৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ২৪৯ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে মেডিকেলে ৩৯ জন ও বুয়েটে ১৬জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন।
বুয়েটের ২০২১-২২ ব্যাচের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর বিষয়টি জানা গেছে। বুয়েটের মেধা তালিকায় ৫ম স্থান অধিকার করেছেন নীলফামারীর ছেলে নাহিদ হোসেন রিদম। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর সরকারী কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক।
এই কলেজ থেকে প্রতি বছর উত্তীর্ণ শিক্ষার্থীরা বুয়েট,মেডিকেল,আইইউটি,ডেন্টালসহ নামকরা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে থাকেন। মেধা তালিকায় ৫ম স্থান অধিকারকারী রিদম জানান, তার এই সাফল্যে তার মা-বাবার অবদান সব থেকে বেশি। ভালো কিছু করার বাসনা থেকেই আমি এতদুর আসতে পেরেছি। ৭৬২ তম মেধাতালিকায় নাম থাকা মাহবুব ইসলাম জানান, ছোটবেলা থেকেই আমার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার ইচ্ছা ছিল। আল্লাহর ইচ্ছায় আমার মনের আশা পুরন হয়েছে।
সৈয়দপুর সরকারী বিজ্ঞান কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন বলেন, প্রতি বছর আমাদের কোন শিক্ষার্থী ভালো ফলাফল করে তখন নিজেকে খুব গর্বিত মনে হয়। এই কলেজে মেধাবী শিক্ষার্থীরাই ভর্তির সুযোগ পেয়ে থাকে। কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক এরশাদ মন্ডল জানান, করোনার সময় ক্লাস বন্ধ থাকলেও অনলাইনের মাধ্যমে আমরা প্রতি নিয়ত তাদের ক্লাস নিয়েছি।
জানতে চাইলে সৈয়দপুর সরকারী বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক বলেন,বরাবরেই এই কলেজের শিক্ষার্থীরা ভালো ফলাফল করে আসছে। তারা বুয়েট,মেডিকেলসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মেধার স্বাক্ষর রাখেন। ছাত্রদের এই সাফল্যে সত্যিই আমাদের শিক্ষক স্টাফ ও প্রতিষ্ঠান কে গর্বিত করেছে।