শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:৩২ অপরাহ্ন
আসন্ন পবিত্র ঈদুল আজহার চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। আজ বুধবার (২৯ জুন) সন্ধ্যায় দেশটিতে বসবাসরত মুসলিমদের জিলহজ মাসের চাঁদ দেখার এ আহ্বান জানানো হয়।
সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ সূত্রে জানা যায়, সৌদির আকাশে কেউ খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে নতুন চাঁদ দেখলে নিকটস্থ কোর্ট বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে এবং তার সাক্ষ্য নিবন্ধন করতে বলা হয়।
আজ বুধবার (২৯ জুন) চাঁদ দেখা গেলে কাল বৃহস্পতিবার থেকে সৌদিতে জিলহজ মাস শুরু হবে।
জিলহজ মাসের ৮ তারিখ থেকে পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এরপর ১০ তারিখ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপন করবে সারা বিশ্বের মুসলিমরা।
সূত্র : আরব নিউজ।