রবিবার, ১৮ মে ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা ও শহর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা দোয়া ও গণভোজের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে নরসিংদী আওয়ামী লীগ অফিসের সামনে নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মানবিক মেয়র মো. কামরুজ্জামান কামরুল এর সভাপতিত্বে ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চুর পরিচালনায়।
নরসিংদী জেলা ও শহর আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি নিয়ে বর্ণীল সাজে আনন্দঘন পরিবেশে বাধ্যযন্ত্র বাজিয়ে কয়েক হাজার লোকের উপস্থিতে নরসিংদীতে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতীতে পুস্পঅর্পন করে উক্ত আলোচনা সভা দোয়া মাহফিল ও গণভোজের অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব আব্দুল মতিন ভুইয়া,নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী,জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ, জেলা জাতীয় শ্রমিক লীগ আহবায়ক আবুল কালাম ও রফিকুল ইসলাম ভূইয়া,জেলা ছাত্রলীগ সভাপতি হাসিবুল হাসান মিন্টু, জেলা মহিলা লীগ সভাপতি মোছা: সুমি সরকার ফাতেমা ও সাধারন সম্পাদক ইয়াছমিন সুলতানা, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান লাইলী বেগম,জেলা মহিলা লীগ যুগ্ম সম্পাক বিলকীস বেগম,পৌর আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক কাজী মেহেরুন্নাহার লাভলী বেগম ও যুগ্ম সম্পাদক নাজমা আক্তার,জেলা মৎস্যজীবি লীগ আহবায়ক সোহানা আক্তার ও সদস্য সচিব মনিরুজ্জামান মনির সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,সেচ্ছাসেবকলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।