সোমবার, ১৯ মে ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন
ভারতের বিজেপি মুখপাত্র নূপুর শর্মা এবং দিলিইউনিটের প্রধান নাভিন জিন্দাল মহানবী(সা.)-কে কটূক্তির প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে সংসদে নিন্দা জানানোর দাবিতে রায়পুরায় বিশ্বনবী প্রেমী তৌহিদী জনতার ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।
রোববার(১৯জুন) বিকেলে শ্রীরামপুর বাজারে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিলটি বেড় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশাল মিছিলটি উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে পথসভা ও মোনাজাত শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারক লিপি প্রদান করেন তারা।
জানা যায়, ভারত বিজেপি মুখপাত্র নূপুর শর্মা এবং দিলিইউনিটের প্রধান নাভিন জিন্দাল কর্তৃক মহানবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে সংসদে নিন্দা প্রস্তাব এনে প্রতিবাদ জানানোর দাবিতে বিশাল বিক্ষুভ মিছিল
করেছে কয়েক হাজার তৌহিদ জনতা।
এ সময় বক্তব্য রাখেন পীরে কামেল মাওলানা ফজলুল হক, সেরাজনগর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রহমান খাঁন, ঘাগটিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ কবির আহমেদ, রায়পুরা হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাসউদ মোল্লা, মক্কা জামে মসজিদ ইমাম ও খতিব মুফতি আলী আহমেদ হুসাইনি, শায়খুল হাদিস মুফতি ছাফিউল্লাহ আদব প্রমূখ। আয়োজক কমিটির সভাপতি মাওলানা মো তাজুল ইসলাম বলেন, মহানবী রাসুল এর অপমানে তৌহিদী জনতা বসে থাকতে পারে না। সরকার সংসদে নিন্দা বক্তব্যের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে তবে। আজ আমরা সববয়সী মানুষের অংশ গ্রহনে হাজারও মানুষের জমায়েতে করতে পেরেছি। আগামীতে আরও কঠুর আন্দোলনে নামবো।