সোমবার, ১৯ মে ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজশাহীতে ভাতিজাকে কুপিয়ে হত্যার দেড় মাস পর ঢাকায় চাচা গ্রেপ্তার মৌলভীবাজারের পথে পথে সোনালুর মাধুর্য: প্রকৃতির হাতে আঁকা হলুদ রঙের শাওয়ার তানোরে প্রেমিক হ’ত্যায় মামলা, গ্রেপ্তার ৩ রাজশাহীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন বাঘায় সড়কে প্রাণ গেল শিক্ষকের,রেখে গেলেন সন্তান সম্ভাবনা স্ত্রী রাজশাহীতে একদিনে ৫ মৃতদেহ উদ্ধার রাজশাহীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কিশোর নিহত তানোরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা গোপন বক্সে গাঁজা, র‌্যাবের জালে দুই যুবক চা বাগানে প্রবেশে ২০ টাকা ফি নির্ধারণের নির্দেশ, শ্রমিক কল্যাণে ব্যয়ের প্রস্তাব শ্রম উপদেষ্টা ড. সাখাওয়াত

বিষমুক্ত সবজি রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্য ও ইউরোপে

নরসিংদীর বেলাবতে উৎপাদিত বিষমুক্ত সবজি বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। নরসিংদী জেলার বেলাব উপজেলার বিভিন্ন গ্রাম থেকে রপ্তানিকারকরা উৎপাদিত বিষমুক্ত সবজি কিনে মধ্যপ্রাচ্যের ও ইউরোপীয় দেশগুলোতে রপ্তানি করে আসছে।

স্থানীয় কৃষকেরা বলছেন,রপ্তানিকারকদের নিকট বিষমুক্ত সবজি বিক্রি করে আমাদের অনেক লাভ হচ্ছে। অন্যদিকে প্রশাসন বলছে,বিষমুক্ত সবজি উৎপাদনের জন্য তাঁরা কৃষকদের সাহায্য ও সহযোগিতা করছেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানাগেছে,নরসিংদী জেলার বেলাব উপজেলার নারায়ণপুর,সল্লাবাদ,বিন্নাবাদ ও চর- উজিলাবের কৃষকেরা বিভিন্ন বিষমুক্ত সবজি উৎপাদন করছেন।

উপজেলার ভূমি খুবই উর্বর। তাই অল্প পরিশ্রমে অধিক সবজির ফলন হয় এখানে। সেই সবজি এখন জেলার চাহিদা মিটিয়ে মধ্যপ্রাচ্যের এবং ইউরোপের বেশ কয়েকটি দেশে রপ্তানি হচ্ছে।

নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও পাইকারি ব্যবসায়ী মো. সাদেক মিয়া বলেন, প্রথমে কৃষকদের
বাড়ি থেকে সবজি কিনে প্যাকেটজাত করে এমজিটি কোম্পানিতে পৌঁছাতে হয়।

এমজিটি কোম্পানির মাধ্যমে সবজি বিভিন্ন দেশে রপ্তানি করা হয়।

এমজিটি কোম্পানির ব্যবস্থাপক মো.মাহফুজুর রহমান বলেন,‘আমরা মধ্যপ্রাচ্যে ও ইউরোপে সবজি রপ্তানি করে থাকি। গ্রাম থেকে পাইকারদের মাধ্যমে সবজি সংগ্রহ করি। এরপর প্যাকেটজাত করে রপ্তানি করি।’

এ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোসেন নগর কৃষক মো. মোসলেম মিয়া বলেন, ‘এবার ২০ বিঘা জমিতে বিভিন্ন ধরনের শীতকালীন সবজির আবাদ করেছি। এগুলোর মধ্যে লাউ,বেগুন,টমেটো, শিম আবাদ করেছি। ঢাকা থেকে রপ্তানিকারকেরা জমি থেকে সবজি কিনে নিয়ে মধ্যপ্রাচ্যের ও ইউরোপীয় দেশগুলোতে রপ্তানি করেন। তাই নগদে ও অধিক মূল্যে বিক্রি করে লাভও বেশি হয়।’

বেলাব উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, ‘বিষমুক্ত অরগানিক সবজি উৎপাদন করতে এবং রপ্তানিকারকের কাছে উৎপাদিত সবজি বিক্রির জন্য কৃষকদের যাবতীয় সহযোগিতা করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com