শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
কর্ণফুলী থানার পুলিশ কর্তৃক অভিযান কক্সবাজারে নিখোঁজ হওয়ার ৮ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার: নওগাঁয় লাভের আশায় ফুলকপি চাষ করে বিপাকে কৃষক, এক হালী কপি ২ টাকায় বিক্রি মহেশখালীতে-ঘরে ঢুকে হাত-পা বেঁধে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, লুট সঞ্চয়ের টাকাও চট্টগ্রাম আদালতের খোয়া নথি বিক্রি করলেন চা দোকানি, উদ্ধার করল পুলিশ কক্সবাজার সমুদ্র সৈকতে গুলি করে পর্যটক খুন লোহাগাড়ায় জিপ গাড়ি ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে আহত দুই: পরিবেশ দূষণ রোধে বিশেষ অভিযানে ১ সপ্তাহে ২০৬টি মামলা,৪কোটি ৫৩ লাখ টাকা জরিমানা, ৬৫টি ইটভাটা বন্ধ,২৫টি বন্ধে নির্দেশনা কক্সবাজারে পর্যটক হত্যায় আরো একজন আটক নিহত গোলাম রব্বানী টিপু বটতলী শহরকে পরিচ্ছন্ন ও যানজট নিরসনে কঠোর অবস্থানে বটতলী শহর পরিচালনা কমিটর-বিশেষ উদ্যোগ

ব্রাজিলে ব্রিটিশ সাংবাদিকের দেহাবশেষ শনাক্ত

ব্রাজিলের ফেডারেল পুলিশ জানিয়েছে, ব্রিটিশ সাংবাদিক ডোম ফিলিপসের দেহাবশেষ শনাক্ত করা হয়েছে। চলতি বছরের জুন মাসের শুরুর দিকে দেশটির আমাজন রেইনফরেস্টের প্রত্যন্ত অঞ্চলে ব্রাজিলিয়ান আদিবাসী বিশেষজ্ঞ ব্রুনো পেরেইরার সঙ্গে নিখোঁজ হয়েছিলেন তিনি।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ডোম ফিলিপসের মৃত্যুর কারণ নির্ধারণে কাজ চলছে। আরেকজনের দেহাবশেষ এখনো বিশ্লেষণ চলছে। পুলিশের ধারণা, আদিবাসী বিশেষজ্ঞ ব্রুনো পেরেইরার দেহ সেটি।

পেরেইরা এবং ফিলিপস গত ৫ জুন পেরু এবং কলম্বিয়ার সীমান্তবর্তী প্রত্যন্ত জাভারি উপত্যকায় নিখোঁজ হন। এই সপ্তাহের শুরুর দিকে, পুলিশ জঙ্গলের একটি কবর থেকে মানব দেহাবশেষ উদ্ধার করেছিল। আমারিল্ডো দ্য কস্তা ডি অলিভেইরা নামের ওই ব্যক্তি তদন্তকারীদের এমন এক স্থানে নিয়ে গেছেন, যেখানে মানুষের দেহের অংশ পাওয়া গেছে।

আমারিল্ডো দ্য কস্তা ডি অলিভেইরা’র দুই ভাইকেও হত্যার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে আটক করা হয়েছে।

এর আগে গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড ফন্টেস সাংবাদিকদের বলেছেন, আমারিল্ডো নিজের অপরাধের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। এমনকি হত্যার পর মরদেহ কোথায় পুঁতে রেখেছিলেন সেই জায়গাও দেখিয়েছেন। তবে তার দুই ভাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

পুলিশ জানিয়েছে, ডোম ফিলিপসের দেহাবশেষ আমারিল্ডো দ্য কস্তা অলিভেইরা’র দ্বারা নির্দেশিত স্থানে সংগ্রহ করা উপাদানের অংশ ছিল।

ফিলিপস একজন ফ্রিল্যান্স সাংবাদিক। দ্য গার্ডিয়ান এবং দ্য ওয়াশিংটন পোস্টের জন্য লিখতেন তিনি। ফেডারেল আদিবাসী বিষয়ক সংস্থা ফুনাই-এর বিচ্ছিন্ন এবং সম্প্রতি যোগাযোগ করা উপজাতিদের সাবেক প্রধান পেরেইরার সঙ্গে ভ্রমণের একটি বইয়ের জন্য গবেষণা করছিলেন তিনি।

পুলিশের দাবি, তদন্ত ইঙ্গিত করছে- খুনিরা নিজেরাই হত্যা করেছে। অপরাধের পিছনে কোনো বস বা অপরাধী সংগঠন নেই।

স্থানীয় আদিবাসী গোষ্ঠী ইউনিভাজা নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধানে বেশ সহায়তা করেছে। তারা বলেছে, ২০২১ সালের শেষের দিক থেকে বহুবার ফেডারেল পুলিশকে জানানো হয়েছে যে- জাভারি উপত্যকায় সংগঠিত অপরাধচক্র কাজ করছে।

সূত্র: আলজাজিরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com