সোমবার, ১৯ মে ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজশাহীতে ভাতিজাকে কুপিয়ে হত্যার দেড় মাস পর ঢাকায় চাচা গ্রেপ্তার মৌলভীবাজারের পথে পথে সোনালুর মাধুর্য: প্রকৃতির হাতে আঁকা হলুদ রঙের শাওয়ার তানোরে প্রেমিক হ’ত্যায় মামলা, গ্রেপ্তার ৩ রাজশাহীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন বাঘায় সড়কে প্রাণ গেল শিক্ষকের,রেখে গেলেন সন্তান সম্ভাবনা স্ত্রী রাজশাহীতে একদিনে ৫ মৃতদেহ উদ্ধার রাজশাহীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কিশোর নিহত তানোরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা গোপন বক্সে গাঁজা, র‌্যাবের জালে দুই যুবক চা বাগানে প্রবেশে ২০ টাকা ফি নির্ধারণের নির্দেশ, শ্রমিক কল্যাণে ব্যয়ের প্রস্তাব শ্রম উপদেষ্টা ড. সাখাওয়াত

এলজিইডি (আরটিআইপি-২) ও ব্র্যাকের যৌথ উদ্যোগে সড়ক নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

নরসিংদী সদর উপজেলায় গতকাল সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান বিষয়ে মাধবধী এস পি ইনস্টিটিউশন একদিন ব্যাপী ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণটি ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির ডিভিশনাল কোর্ডিনেটর হাসান আলী এর নেতৃত্তে অনুষ্ঠিত হয়। মোঃ মতিউর রহমান (প্রধান কার্যালয়) প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির ফিল্ড কমিউনিকেটর সম্রাজ কুমার মন্ডল। প্রশিক্ষণ শুভ উদ্বোধন করেন কিরণ কুমার দেবনাথ প্রধান শিক্ষক মাধবধী এস পি ইনস্টিটিউশন।

প্রশিক্ষণ কর্মশালায় সড়ক ব্যবহার, রাস্তা পারাপার, রোড সেফটি আইন, রোডের বিভিন্ন সাংকেতিক নির্দেশনা, দুর্ঘটনা কেন ঘটে এবং এ থেকে প্রতিকারের উপায়, স্কুলের শিক্ষার্থীদের কিভাবে দুর্ঘটনার ঝুকি থেকে বাচাতে পারে, যানবাহনে যৌন হয়রানীমুক্ত পরিবেশ ইত্যাদি,বিষয় নিয়ে আলোচনা করেন মোঃ মতিউর রহমান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ সড়ক নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের ও সাধারণ জনগনের সাথে কিভাবে কাজ করলে দুর্ঘটনা কমিয়ে আনা যায় তা নিয়ে জোড়ালো যুক্তি তুলে ধরেন। কর্মশালায় উপজেলা সহ :প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিপন চন্দ্র সরকার বলেন- প্রত্যেক স্কুলে একজন শিক্ষক একটি প্রতিষ্ঠান তাই শুধু কর্মশালায় অংশগ্রহণ করলেই হবে না।

স্কুলে গিয়ে পাঠ্যসুচির অর্ন্তভক্ত করে বিষয়গুলো ভাল ভাবে শেখাতে হবে। যাতে তারা নিজেরা শিখতে পারে এবং তাদের পরিবার ও বন্ধু বান্ধবকেও শেখাতে পারে। তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনায় আমাদের প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিশু প্রান হারাচ্ছে, প্রাণ হারাচ্ছে কত পথচারি। তাই তিনি দুর্ঘটনা কমিয়ে আনার জন্য সরকার ও ব্র্যাককে এই মহতি উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

তিনি কর্মশালায় কিছু মূল্যবান যুক্তি ও পরামর্শ তুলে ধরেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের উদ্দেশ্য । কর্মশালায় সড়ক দুর্ঘটনায় কোন কোন যান বাহন, এবং কারা বেশী দায়ী তা তুলে ধরেন, প্রধান শিক্ষকগণ বলেন, প্রশিক্ষণ করা সহজ কিন্তু বাস্তবায়ন অনেক কঠিন।

তাই তিনি সকল শিক্ষকদের উদ্দেশ্যে বলেন- প্রশিক্ষণ নিয়ে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করবেন। সবাই সড়ক ব্যবহারের নিয়মগুলো মেনে চলবেন, শিক্ষার্থীদের শেখাবেন, পরিবারের সদস্যদেরকেও শেখাবেন যাতে দুর্ঘটনা থেকে সবাই মুক্তি পায়।

তিনি রাস্তায় ও যানবাহনে চলাচলে ইভটিজিং ও যৌন হয়রানির কিছু বাস্তব ঘটনা তুলে ধরেন। সেই সাথে যানবাহনে কিভাবে যৌন হয়রানির শিকার হয় তা বলেন। তাই তার পরামর্শ যাতে যৌন হয়রানিমুক্ত পরিবেশ বজায় থাকে এজন্য প্রত্যেক প্রতিষ্ঠানের প্রধানগণ তার প্রতিষ্ঠানের সহকর্মী ও ম্যানেজিং কমিটির মাধ্যমে যৌন হয়রানিমুক্ত পরিবেশ গড়ে তুলতে পারে।প্রশিক্ষণ শেষে অংশগ্রহণ কারীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়। সব শেষে ব্র্যাকের সড়ক নিরাপত্তা ধন্যবাদ জ্ঞাপন করে প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com