সোমবার, ১৯ মে ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন
নরসিংদীর রায়পুরায় শাইনিং স্টার ডিজিটাল স্কুল এর ২০২২ইংসালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
গতকাল (১৩ জুন) সকালে নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ব্রাহ্মণ বধূয়া গ্রামে অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এস.এম ওবায়দুল হক(বাবুল)এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, নরসিংদী জেলা পরিষদের মান্যবর প্রশাসক আলহাজ্ব আবদুল মতিন ভূঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রায়পুরা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমান উদ্দিন ভূঞা শাইনিং স্টার ডিজিটাল স্কুল এর বিদ্যালয়ের প্রিন্সিপাল তাসলিমা জান্নাত রুমা (বাবুল), জেলা পরিষদের বিদায়ী সদস্য মোহাম্মদ সাইফুর রহমান,উপজেলা আওয়ামীলীগ কৃষি বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা আশিক আফজাল,অলিপুরা ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক আবাদুল কাইয়ুম মাহমুদ।
এছাড়াও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,ছাত্র-ছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ,স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।