শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন
মৌলভীবাজারের শমশেরনগরে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনায় ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ঘটন করা হয়েছে।
শনিবার (১১ জুন) দুপুরে ঘটনাস্থল থেকে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো. আবদুল হককে প্রধান করে ৭ সদস্যের তদন্ত কমিটি ঘটন করা হয়েছে।
শনিবার বেলা ১টার দিকে শমসেরনগরের বিমানঘাতি এলাকায় ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনের বগিতে আগুন লাগে। পরে খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস থেকে একটি ইউনিট এবং শ্রীমঙ্গল, কুলাউড়া থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ট্রেনটির তিনটি এসি বগি পুড়ে গেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।