শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন
মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া পৌরসভার ভাঙ্গারমুখে শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুর ২টার দিকে পৌরসভার ৯ নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত উম্মে হাফছা(১৮) একই এলাকার ব্যবসায়ী আব্দুল হামিদের কন্যা।
আব্দুল হামিদ জানান, তার কন্যার স্বামীর নাম মেহেদী হাসান (২২)। সে দুপুরের দিকে হঠাৎ ঘরে ঢুকে ছুরিকাঘাত করে উম্মে হাফছাকে। এসময় মেয়ের মা পারভীন আক্তার এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করা হয়।এসময় ঘটনাস্থলেই নিহত হন উম্মে হাফছা।
পরে পারভিন আক্তারকে মুমূর্ষু অবস্থায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে বলে জানান আব্দুল হামিদ। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুইঁয়া বলেন, এ ঘটনা শোনার পর ঘটনাস্থলে পুলি
শের টিম পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।অভিযুক্ত স্বামী মেহেদী হাসান (২২) ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আজমুল্লা পাড়ার মরকাজ মসজিদ সংলগ্ন আবুল কাসেমের ছেলে বলে জানান উম্মে হাফছার বাবা আব্দুল হামিদ।আব্দুল হামিদ বলেন, ৮ মাস আগে প্রেমের বিয়ের পর পারিবারিক ভাবে বিষয়টি সমাধানের কথা বলায় ক্ষেপে গিয়ে মেহেদি হাসান এমন আচরণ করেন।