শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন
চট্টগ্রাম জেলার পটিয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়েছে (সাবেক বায়েজিদ বোস্তামী ও শ্রীপুর থানার ওসি) ইন্সপেক্টর প্রিটন সরকারকে।
গত ৭ এপ্রিল (শুক্রবার) রাতে পটিয়া থানার বিদায়ী ওসি মো. রেজাউল করিম মজুমদারের কাছ থেকে নতুন অফিসার ইনচার্জ (ওসি) প্রিটন সরকার দায়িত্বভার গ্রহণ করেন।
গত ৬ এপ্রিল (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা পুলিশের এক আদেশে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ স্বাক্ষরিত এক আদেশে জেলা পুলিশের ইন্সপেক্টর প্রিটন সরকারকে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়।
পটিয়া থানার বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম মজুমদারকে চট্টগ্রাম জেলা পুলিশের ইন্সপেক্টর পদে বদলি করা হয়। উল্লেখ্য, পটিয়া থানার নবাগত ওসি প্রিটন সরকার ইতিপূর্বে সিএমপির বায়েজিদ বোস্তামী থানা ও মাগুরা জেলার শ্রীপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘ এক যুগেরও বেশি সময় সিএমপিতে কর্মরত থাকা কালে অস্ত্র, মাদক ও তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতারে সফলতার স্বাক্ষর রাখেন।