মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বারের ইস্টগ্রাম এলাকায় পিকআপভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। অপরদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার নাওতলা এলাকায় অজ্ঞাত গাড়ি চাপায় আরও একজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জাজিয়ারা গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে সেলিম (২২), একই উপজেলার কুটি গ্রামের শুবল চন্দ্র বর্মণের ছেলে লক্ষ্মণ বর্মণ (২৬) এবং কুমিল্লা চান্দিনার মাধাইয়া ইউনিয়নের নাওতলা গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ (৮০)।
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামাল উদ্দিন বলেন, দেবিদ্বার উপজেলার ইস্টগ্রাম এলাকায় পিকআপভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এসময় চালক পালিয়ে যায়।
অপরদিকে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রেমধন মজুমদার জাগো নিউজকে বলেন, বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে দাউদকান্দির বানিয়াপাড়া দরবার শরিফে যাওয়ার উদ্দেশে রওয়ানা হন আব্দুর রশিদ।
এসময় মহাসড়কের ঢাকা লেনের নাওতলা এলাকায় অজ্ঞাতনামা গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই আবদুর রশিদের মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।