রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন
যায়যায়দিনের ১৭ তম বর্ষে পদার্পণ উপলক্ষে আজ (৬ জুন) সোমবার সকাল ১১টায় খুলনা অফিসে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বালুল রানা। তিনি বলেন, সত্য ও বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশের অঙ্গীকার নিয়ে ১৭ বছর আগে যায়যায়দিন যাত্রা শুরু করে। অতি অল্প সময়ের মধ্যে পত্রিকাটি অভাবনীয় জনপ্রিয় হয়ে ওঠে সাহসী ও খবরের পেছনের সঠিক তথ্য তুলে ধরে এবং নিরপেক্ষ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে।
দৈনিক যায়যায়দিনের ১৭তম বর্ষে পদার্পণ উপলক্ষে খুলনা অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। যায়যায়দিনের জন্মদিনে পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি ও প্রকাশক সাঈদ হোসেন চৌধুরীসহ যায়যায়দিন পরিবারের সবার মঙ্গল কামনা করে তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতে পত্রিকাটি জনগণের আস্থা অর্জনে সর্বদা কাজ করবে বলে তার বিশ্বাস।
খুলনা ব্যুরো প্রধান মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান জামাল, নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সী মাহবুব আলম সোহাগ, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা চেম্বারের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, দৈনিক খুলনা টাইমস সম্পাদক সুমন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, জেলা আ’লীগ সদস্য জামিল খান।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ জাকারিয়া হোসেন, খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রাকিবুল ইসলাম, বিপিএম-সেবা, খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মামুন অর রশিদ, খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিবি) বিএম নুরুজ্জামান, বিপিএম, খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (ফিন্যান্স এন্ড বাজেট) শেখ মনিরুজ্জামান মিঠু।
আরও ছিলেন, খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, খুলনা প্রেস ক্লাবের সহকারী সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, মানবজমিন খুলনা ব্যুরো প্রধান রাশেদুল ইসলাম, বিজনেস বাংলাদেশ ব্যুরো প্রধান মামুন রেজা হাওলাদার, এড. মামুন উর রশিদ, ১২নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক মুজতবা নজর, সজিব ওয়াজেদ জয় পরিষদের খুলনা মহানগর সাধারণ সম্পাদক তানবীর মোর্শেদ তুষার, মদিনা গ্রæপের ন্যাশনাল ম্যানেজার দিপক কুমার মল্লিক, সাংবাদিক ইমাম হোসেন সুমন, মফিজুল ইসলাম, শেখ শান্ত, বাহাউদ্দিন, রংধনু আর্ট একাডেমীর পরিচালক মিস্টি মন্ডল।