রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন
ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন নিশ্চিত করার সরকারের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল ফিতরের আগে আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) ৩২ হাজার ৯০৪ টি বাড়ি হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বাড়ি হস্তান্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় ঝালকাঠির রাজাপুরের ভূমিহীন পরিবার গুলোর জীবন পাল্টে দিয়েছে আশ্রয়ন প্রকল্প। অসহায় এসব পরিবারগুলো স্বপ্ন দেখছে সুন্দর ভাবে বাঁচার।
মুজিব শত বছর উপলক্ষে ২০-২১ অর্থ বছরে প্রকল্প-২ এর আওতায় উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২ শতাংশ খাস জমি বন্ধবস্ত্র প্রদানসহ একক গৃহ নির্মান করা হয়। মোতাবেক ৩য় ধাপে উপজেলায় মোট ৫০ টি পরিবারের মাঝে ২ কক্ষ বিশিষ্ট সেমিপাকা গৃহ ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে।
উপজেলা নির্বাহি অফিসার নুসরাত জাহান খাঁন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন,উপেজলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু,সহকারি কমিলনার ভুমি অনুজা মন্ডল,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় সহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ,সরকারি কর্মকর্তা কর্মচারি বৃন্দ সহ উপকারভোগী পরিবারবর্গ ও সাংবাদিক বৃন্দ।