শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৯ পূর্বাহ্ন
আজ (২৫ মার্চ) শুক্রবার ঝিকরগাছা থানাধীন পানিসারা ইউনিয়নের চাপাতলা গ্রামস্থ মোহিনিকাটি বটতলা থেকে ফকিরটেক গামী কাঁচা রাস্তা সংলগ্ন জনৈক মোস্তফার পটল ক্ষেতের কিনারে অজ্ঞাতনামা মহিলা তার বয়স আনুমানিক (২৫-২৭) এর লাশ পাওয়া গেছে। যশোর জেলার ঝিকরগাছা থানার চাঁপাতলার গ্রামের ঝিনুকদার মাঠে এক মহিলার লাশ উদ্ধার।
আজ (২৫ মার্চ) শুক্রবার চাঁপাতলার ঝিনুকদার মাঠে এক পটলের ক্ষেতে সকাল ৭ টা ৩০ এ ক্ষেতের মালিক আব্দুল মালেক সাহেব লাশটি পরে থাকতে দেখে। তিনি ভয়াবহতার সাথে এলাকার মানুষের ডাকে এবং থানার পুলিশ প্রশাসন কে জানানো হয়।
মৃত দেহটিকে পরিদর্শন করে বোঝা যায় তার বয়স আনুমানিক ২৫/২৭ বছর,গায়ের রং ফর্স,মাথায় লম্বা চুল আছে,লাশটি লম্বা ৫ফিট ৪ ইঞ্চি,তার কানে দুইটি করে ছিদ্র আছে,কানে সোনার রিং ও ইমিটেশন আছে।তার গায়ে সোলোয়ার কামিজ ও কালো মেরুন রং এর বোরকা পরা।
তাকে ভয়ানক ভাবে হত্য করেছে হত্যকারিরা,লাশটির এখনো কনো পরিচয় জানা যায়নি, তাকে হত্যকারিরা গলায় কোপাই,হাতের শিরা কেটে দেওয়া হয় বুকের সাইটে দুইটা কোপ দিয়ে থাকে,রানের বাম পাশে কোপানো হয়ে।খুবই ভয়ানক ভাবে হত্য করে হত্যা করে থাকে।