রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০০ অপরাহ্ন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
সাংবাদিকদের পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সকল সংগঠনকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের (বিএমইউজে) কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ।
তিনি বলেন, “সাংবাদিকদের অধিকার সংরক্ষণ মানে কেবল একটি পেশার স্বার্থ রক্ষা নয়, বরং গণতন্ত্র ও জনগণের কণ্ঠস্বরকে শক্তিশালী করা।”
তিনি আরও বলেন, সাংবাদিকদের ওপর যখনই আঘাত এসেছে, তখনই সমাজের সত্য প্রকাশ বাধাগ্রস্ত হয়েছে। তাই সাংবাদিকদের অধিকারকে সমুন্নত রাখা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব।
এসময় তিনি সাংবাদিকদের অধিকার নিয়ে কয়েকটি বাণীও তুলে ধরেন—
“সাংবাদিকের কলম স্তব্ধ হলে সমাজ অন্ধকারে ডুবে যায়।”
“সাংবাদিকদের অধিকার রক্ষা মানে গণতন্ত্রকে শক্তিশালী করা।”
“নিরাপদ সাংবাদিকতা ছাড়া মুক্ত সমাজ কল্পনা করা যায় না।”
“সাংবাদিককে সুরক্ষা দেওয়া মানে সত্যকে সুরক্ষা দেওয়া।”
সভাপতি সোহেল আহমেদ সরকারের পাশাপাশি সংবাদপত্র মালিক, সম্পাদক এবং সমাজের সর্বস্তরের মানুষকে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।