বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।

লামায় বন্য হাতি হত্যার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

 

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী চাককাটা গ্রামে বৈদ্যুতিক ফাঁদে হাতি হত্যার ঘটনায় ৪ জনের নামে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিষ্টেট সাখাওয়াত হোসেন চৌধুরী রিয়াদ এই গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

লামা বন বিভাগের পক্ষ থেকে বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর তপসিল ১ এর বিধি লংঘন করায় একই আইনের ৩৬ ধারায় এর আগে এই ৪ জনের নামে মামলা করা হয়।গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীরা হলেন- কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড দক্ষিণ ঘুইন্যা গ্রামের বাসিন্দা মৃত রশীদ আহমদের ছেলে সামণ্ডল আলম (৪৫), লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নয়া পাড়া গ্রামের বাসিন্দা মৃত কবির আহমদের ছেলে ফরিদ (৩০), লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কুমারী চাককাটা গ্রামের বাসিন্দা মোস্তাক আহমদের ছেলে আবুল হোসাইন (৬২) ও একই এলাকার খুরশিদা বেগম (৪২)।গত জানুয়ারী/২৫ এর প্রথম সপ্তাহে দিবাগত গভীর রাতে বাগান রক্ষায় কৃষকের পাতানো বৈদ্যুতিক ফাঁদে শক খেয়ে একটি বন্য হাতি মারা যায়। পরবর্তীতে ময়নাতদন্তে হাতিটিকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করার বিষয়টি প্রমাণিত হয়।

লামা বনবিভাগ অনুসন্ধান শেষে বৈদ্যুতিক ফাঁদ দিয়ে হাতি হত্যা করার অপরাধে এই ৪ জনের নামে মামলা দেয় আদালতে। এর আগেও একই এলাকায় বৈদ্যুতিক ফাঁদ বসিয়ে আরেকটি হাতি হত্যা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি লামা বন বিভাগের বন মামলা পরিচালক এই গ্রেফতারী পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com