বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন
সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে তারুণ্যের উৎসব উপলক্ষে র্যালী,পরিষ্কার-পরিছন্নতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জানুয়ারী) সকালে উপজেলা প্রশাসন আয়োজনে পরিষদ চত্বরে পরিষ্কার-পরিছন্নতা ও একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে তরুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ গড়ার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক সুপারভাইজার রাহিদুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুন ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোহেল হোসেন।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা আরিফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, উপজেলা তথ্য কেন্দ্র ফাতিমা খাতুন প্রমুখ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাৎ রাশেদা পারভীন, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, তারুণ্যের বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ সর্ম্পকে শক্তিতে বলিয়ান হয়ে এদেশে আসবে টেকসই মুক্তি, অর্জিত হবে সাম্য।
সুন্দর পরিবেশে ও পরিস্কার পরিছন্নতায় আমরা সকলে এক সাথে মিলে চারঘাটবাসীকে একটি সুন্দর পরিবেশ উপহার দিতে চাই। সাংবাদিকদের তথ্য মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সাংবাদিকরা তথ্য দিয়ে যেন আমাদের সহযোগিতা করেন।