বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন স্বেচ্ছাসেবক দলনেতা আবদুল্লাহ আল মামুন চারঘাটে তারুণ্যের উৎসব উপলক্ষে র‌্যালী, পরিষ্কার-পরিছন্নতা ও আলোচনা উত্তর-বন বিভাগের ৫২ শতক জায়গা উদ্ধার অর্ধশতাধিক চোরাই মোবাইলসহ ৩ যুবক কোতোয়ালি থানা পুলিশের জালে দুই মামলায় ৪ দিনের রিমান্ডে নদভী দেখতে এসেছেন মেয়ে-ভাগিনা রাজশাহী জেলা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড বিজনেসম্যান ওয়েফেয়ার ফাউন্ডেশনের সম্মেলন বাঘায় স্কুলের প্রধান শিক্ষককে মারপিট সিএনজিতে ব্রিটিশ নাগরিকের ফেলে যাওয়া পাসপোর্ট-টাকা ৮ ঘন্টায় কোতোয়ালী পুলিশের উদ্ধার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিবসহ ৪ জনের বিরুদ্ধে মামলা মহেশখালী’ মাতারবাড়ি এক ইউনিয়নেই ৫ জনসহ মোট ১১জন উত্তীর্ণ মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায়

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিবসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

বিশেষ প্রতিনিধি :

জালিয়াতির মাধ্যমে ছেলেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাইয়ে দেওয়ার অভিযোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক নারায়ন চন্দ্র নাথসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন নারায়ন চন্দ্র নাথের ছেলে নক্ষত্র দেবনাথ, শিক্ষা বোর্ডের সাবেক সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট কিবরিয়া মাসুদ খান ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আখতার।

আজ মঙ্গলবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এ কে এম সামছু উদ্দিন আজাদ বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় এ মামলা করেন। মামলার বিষয়ে সাবেক সচিব নারায়ন চন্দ্র নাথ প্রথম আলোকে বলেন, ফলাফল তৈরির কোনো ধাপের সঙ্গে তাঁর ছেলে নক্ষত্র দেবনাথ ও তিনি জড়িত নন। তাঁর ছেলে শিক্ষা বোর্ডে চাকরিও করেন না। কোনো তদন্তেও ছেলের নাম আসেনি। কিন্তু মামলায় তাঁর ছেলেকে আসামি করা হয়েছে। মূলত এটি সাজানো মামলা। এগুলো করে তাঁকে হয়রানি করা হচ্ছে। নথিপত্র হাতে পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেবেন বলে জানান তিনি।

নারায়ন চন্দ্র নাথ চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক ও সচিবের দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালে সচিব থাকাকালে তাঁর ছেলে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। ফলাফল প্রকাশিত হওয়ার পর জালিয়াতির অভিযোগ ওঠে। পরে বিষয়টি নিয়ে তদন্ত করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। অভিযোগ ওঠার পর গত বছরের ৯ জুলাই তাঁকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে মাউশি চট্টগ্রাম অঞ্চলের পরিচালক পদে পদায়ন করা হয়।

তদন্তে নারায়ন চন্দ্র নাথের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এ জন্য নারায়নের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী মামলাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া ও নক্ষত্রের ফলাফল বাতিলের নির্দেশনা দেওয়া হয়। আর ২৩ সেপ্টেম্বর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে নারায়ন চন্দ্র নাথকে।

জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান প্রথম আলোকে বলেন, শিক্ষা বোর্ডের সাবেক সচিব নারায়ন চন্দ্র নাথ, তাঁর ছেলেসহ চারজনের বিরুদ্ধে ফলাফল জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com