বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন
পেশাদারিত্ব প্রতিষ্ঠিত হয়নি বিধায় দেশের গণমাধ্যমে বেহালদশা চলছে বলে অভিযোগ করেছেন দক্ষিণাঞ্চলের তৃণমূলের সাংবাদিকরা। এজন্য সাংবাদিকতার মতো পবিত্র পেশাকে রক্ষায় গণমাধ্যম সংস্কার কমিশনকে জোরাল ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছেন পেশাদার সাংবাদিকরা। সোমবার (১৩ জানুয়ারি) বরিশাল বিভাগের ৬ জেলা এবং বিভিন্ন উপজেলার সাংবাদিকদের নিয়ে গণমাধ্যম সংস্কার কমিশন আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
বেলা সাড়ে ১১টায় বরিশাল শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়। এতে বিভাগের ৬ জেলার শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন। এসময় সংবাদপত্র ও সাংবাদিকতার মানোন্নয়নে বিভিন্ন মতামত তুলে ধরেন তৃণমূলের সাংবাদিকরা। তারা অভিযোগ করে বলেন, ‘মুক্ত সাংবাদিকতার নামে লেজুড়বৃত্তিক অপ-সাংবাদিকতায় নষ্ট হচ্ছে দেশের গণমাধ্যমগুলো। তারা আরও বলেন, ‘ওয়েজবোর্ডের সুবিধা পায় মালিকরা, সাংবাদিকরা পান না। ঢাকার বাইরে নিয়োগের ক্ষেত্রে বেতন-ভাতা বৈষম্যসহ কোনো কোনো প্রতিষ্ঠানে বেতন-ভাতা দেয়াই হয় না। তাই সাংবাদিকদের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে হবে। ন্যূনতম বেতন কাঠামো করতে হবে।’
ডিএফপির অনিয়ম দূর করার দাবি জানিয়ে গণমাধ্যম কর্মীরা বলেন, ‘রাজনৈতিক চাপে গণমাধ্যমের ইতিবাচক পরিবর্তন হয় না। সরকার চাইলে গণমাধ্যমের দুর্নীতি দূর করতে পারে। সাংবাদিকতায় সুষ্ঠু প্রতিযোগিতামূলক ব্যবস্থা থাকতে হবে। তোষামোদি লেজুড়বৃত্তির বাদ দিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করলে মানুষের আস্থা থাকে। নিরপেক্ষ গণমাধ্যম পরিবর্তন দরকার। মুক্ত ও স্বাধীন সাংবাদিকতা দরকার। এতে সোশ্যাল মিডিয়ার চেয়ে সংবাদপত্রের দিকেই মানুষ বেশি ঝুঁকবে।’ অপ-সাংবাদিকতা দূর করতে সংবাদপত্র ও সাংবাদিকতায় আইন প্রণয়নের দাবি জানান তারা। পাশাপাশি জাতীয় এবং আঞ্চলিক পর্যায়ে গণমাধ্যমে সরকারি বিজ্ঞাপন ও ক্রোড়পত্রের সমবণ্টনের দাবিও কমিশনের কাছে তুলে ধরেন তৃণমূলের সাংবাদিকরা।
গণমাধ্যম কর্মীদের কাছ থেকে পাওয়া মতামতের জবাবে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, ‘সব মত, পথ, বৈচিত্র্যময় চিন্তার বহিঃপ্রকাশ তুলে ধরাই গণমাধ্যমের কাজ। কিন্তু সেখানে রাজনৈতিক দল, প্রতিষ্ঠানগুলোর মালিকপক্ষ প্রভাব বিস্তার করে স্বাধীন সাংবাদিকতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে।’ তিনি বলেন, ‘গণমাধ্যম সংস্কার কমিশনকে ৯০ দিনের টার্গেট দেয়া হয়েছে। চলতি মাসেই এ কমিশন তৃণমূল পর্যায় থেকে সাংবাদিকদের কাছ থেকে মতামত গ্রহণ, মিটিং শেষ করবে। আমরা আশা করছি তৃণমূল থেকে পাওয়া পরামর্শগুলো গণমাধ্যম সংস্কারে কাজ করবে।’
কামাল হোসেন আরও বলেন, ‘সংবাদপত্রের স্বাধীনতা নির্ভর করে প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছলতার ওপর। ব্যক্তিগতভাবে আর্থিক স্বচ্ছতা না থাকলে সেও অনৈতিক পথে হাঁটবেন।’ মতবিনিময় সভায় অন্যদের মধ্যে গণমাধ্যম কমিশনের সদস্য আকতার হোসেন খান, কামরুন্নেসা হাসান, জিমি আমীর, টিটু দত্তগুপ্ত এবং আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।