রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন
মো.মাহফুজুর রহমান নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলায় ১০০ বোতল ফেনসিডিল সহ শাহাবুদ্দিন ইসলাম (৩১) ও আলমিরাজ (১৯) নামে দুই মাদক কারবারিকে জেলা গোয়েন্দা পুলিশ আটক করেছে।
শুক্রবার (১০জানুয়ারি) রাতে সদর উপজেলার গোচর এলাকা থেকে ওই দুই মাদক কারবারিকে পুলিশ আটক করে। আটক শাহাবুদ্দিন ইসলাম চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার বসতীপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে ও আলমিরাজ একই থানার দৌলতগঞ্জ পাড়ার রায়হান ইসলামের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সদর উপজেলার গোচর এলাকায় অভিযান চালায়।
পরে এ অভিযানে গোচর ভূমি অফিসের প্রধান গেটের সামনের সড়ক থেকে সন্ধেহজনক ভাবে শাহাবুদ্দিন ইসলাম ও আলমিরাজ নামে দুই যুবককে আটক করে পুলিশ। এসময় তল্লাশি করে তাদের কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো.শাহ্ দারাখান বলেন, আটক দুই যুবকের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।