বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন
মোঃ সেলিম উদ্দিন খান (বিশেষ প্রতিনিধি)
(২১ ফেব্রুয়ারি) ‘অমর একুশে’ ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম লোহাগাড়া উপজেলা ব্রিকফিল্ড মালিক সমিতির পক্ষ থেকে সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে যথাযোগ্য মর্যাদায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করেন ব্রিকফিল্ড মালিক সমিতির নেতৃবৃন্দরা।
এসময় উপজেলা ব্রিকফিল্ড মালিক সমিতির সভাপতি আবিদ হোসাইন মানু, সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী, সহ-সভাপতি আলহাজ্ব নুরুল আলম কোম্পানি, সাধারণ সম্পাদক আলহাজ্ব সরওয়ার কোম্পানি, উপদেষ্টা নুরুল আলম বাহাদুর কোম্পানি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, ব্রিকফিল্ড মালিক লিয়াকত আলী মেম্বার, যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল আলম জিকু, ব্রিকফিল্ড কোম্পানি নুরুল ইসলাম সিকদার, বশির আহমদ, ছৈয়দ আহমদ মাস্টার, জাবেদ হোসাইন টিপু, আমিনুল হক, নুর আলম কোম্পানি, জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, মুহাম্মদ আনছার, শাহ আলম কোম্পানি, আবদুল কাদের, পারভেজ কোম্পানি, মুহাম্মদ জসিম কোম্পানি, মুহাম্মদ দিদার, সাহাব উদ্দিন কোম্পানি, মুহাম্মদ ইকবাল সহ বিভিন্ন ব্রিকফিল্ড মালিকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেনওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়
ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে-পায়ে
১৯৪৭ সালের পর থেকেই পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী আমাদের প্রতিটি ক্ষেত্রেই তাদের শোষণের শেকল পরিয়ে দিতে চেয়েছে , ওরা শুরু থেকেই চেয়েছিল আমাদের ‘মা’ ডাক কেড়ে নিতে, আমাদের বর্ণমালা মুছে দিতে।কিন্তু, শোষকদের রক্তচক্ষু আর বুলেট উপেক্ষা করে, পৃথিবীর ইতিহাসে একমাত্র জাতি হিসেবে ভাষার জন্যে রক্ত দিয়ে বাঙালি জাতি তাঁদের মায়ের ভাষার মর্যাদা রক্ষা করে। ১৩৫৮ বঙ্গাব্দের ৮ই ফাল্গুন বা ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বার আরো অনেক নাম না জানা ভাষা শহিদের রক্তে রঞ্জিত হয় ঢাকার রাজপথ। বাংলা ভাষার মহাত্ম্যের স্বীকৃতিস্বরুপ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘ।মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহিদদের প্রতি টেলিটক-এর বিনম্র শ্রদ্ধা।