বাংলাদেশ প্রতিদিন খবর
- বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি, ২০২৩ / ১৫৭ জন দেখেছে
সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প কর্তৃক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে গত (৭ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে “উগ্রবাদ প্রতিরোধে শিক্ষক, ছাত্র-ছাত্রী, গনমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভূমিকা” এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দিদারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের এডিশনাল ডেপুটি কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম, নীলফামারী সরকারি কলেজের সহকারি অধ্যাপক মো. অহিদুল হক, পদার্থ বিভাগের প্রভাষক মো. মফিজুল ইসলাম। এ সময় জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মী , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন