বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
কয়েকজন সংগীতশিল্পী বলিউডে গান গাইতে এসে শুরুতেই বাজিমাত করেছেন। সুরের জাদুতে মুগ্ধতা ছড়িয়েছেন। গানপ্রিয় মানুষের অন্তর জয় করে নিয়েছেন মুহূতেই।শুরুতেই যেসব শিল্পীরা শ্রোতাদের মন জয় করে নিয়েছেন তাদের মধ্যে অরিজিৎ সিংহ অন্যতম। ২০০৯ সালের জনপ্রিয় ‘ফির মহব্বত’ গান দিয়ে আত্মপ্রকাশ করেন আজকের এই তারকা শিল্পী। সেই থেকে তাকে পিছন ফিরে তাকাতে হয়নি।
২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত তাকে নিয়ে উন্মাদনা এক চুলও কমেনি। বরং দিন দিন তা বেড়েছে। প্রায় প্রত্যেক ছবিতেই তার কণ্ঠে গান থাকে। নীতি মোহন ২০১২ সালে মুক্তি পায় ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’। সেখানে ‘ইশক ওয়ালা লভ’ গান দিয়ে বলিউডে খাতা খোলেন নীতি।
এরপর হিন্দির সঙ্গেই কন্নড়, তামিল, তেলুগু, মরাঠির মতো ভাষায় অজস্র গান গেয়েছেন তিনি। শ্রীলঙ্কার ভাইরাল তারকা ইয়োহানি সম্প্রতি বলিউডে ‘মানিকে’ গান দিয়ে যাত্রা করেছেন।অজয় দেবগণের ‘থ্যাঙ্ক গড’ ছবিতে এই গান রয়েছে। এই গানের আসল সংস্করণ ‘মানিকে মাগে হিথে’ও ইয়োহানির গাওয়া।
কণিকা কাপুর ২০১৪ সালে সানি লিওনের গলায় ‘বেবি ডল’ গান কার না জানা। সেটিই প্রথম পরিচিতি এনে দিয়েছে কণিকা কাপুরকে। দুর্দান্ত অভিষকের পর একাধিক হিট গানে কণ্ঠ দিয়েছেন কণিকা।শাল্মলি খোলগড়ে ২০১২ সালে মুক্তি প্রাপ্ত পরিণীতি চোপড়া-অর্জুন কাপুর অভিনীত ‘ইশকজাদে’ ছবির ‘পরেশা’ গান দিয়ে শুরু।এরপর ‘ম্যায় তেরা হিরো’, ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’র মতো একাধিক জনপ্রিয় ছবিতে গান গেয়েছেন তিনি।এসব শিল্পীরা বলিউডে এসেই নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন।