বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:১২ অপরাহ্ন
মৌলভীবাজারে শ্রীমঙ্গলে খালি জমিতে দেওয়ালের পাশে একটি গাছে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মৃত ব্যক্তির পা মাটিতে আটকে থাকায় এটি রহস্যজনক ঘটনা বলে স্থানীয়রা ধারণা করছেন।
আজ (১ আগস্ট) সোমবার বিকেল ৪টার দিকে শ্রীমঙ্গলের পশ্চিম ভাড়াউড়া এলাকা থেকে ঝুলন্ত আবস্থায় অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।শ্রীমঙ্গল থানার এসআই আলাউদ্দিন জানান, স্থানীয়রা লাশ দেখে পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে গাছের সাথে গলায় রশি বাধাঁ ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত যুবক ( ৩০) এর মৃতদেহ উদ্ধার করেন।
মৃতদেহ থেকে দুর্গন্ধ ছড়ানোয় ধারণা করা হচ্ছে ২/৩তির পূর্বে যুবকটি মারা গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে আইনীব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মৃত্যুর মুল রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে পুলিশ।