শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৩০ পূর্বাহ্ন
বান্ধবীকে পেটানো ও ধর্ষণের অভিযোগে রোনালদোর সতীর্থকে আটক করেছে পুলিশ বান্ধবীকে পেটানো ও ধর্ষণের সন্দেহে ম্যানচেস্টার ইউনাইটেডের ২০ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড ম্যাসন গ্রিনউডকে আটক করেছে পুলিশ।
আমরা নিশ্চিত করতে পারি, ২০-এর কাছাকাছি বয়সের একজনকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ ফরোয়ার্ড মেসন গ্রিনউডের বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ এনেছেন তার বান্ধবী হ্যারিয়ট রবসন। সে অভিযোগ আমলে নিয়ে এবার ইউনাইটেড ফরোয়ার্ডকে গ্রেফতার করেছে বৃহত্তর ম্যানচেস্টার পুলিশ।
উল্লেখ্য, গত রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে হ্যারিয়ট তার ছবি প্রকাশ করেন, যেখানে তার শরীরে ছিল আঘাতের চিহ্ন, সঙ্গে ছিল একটা অডিও যেখানে ছিল মৌখিক নির্যাতনের প্রমাণ। সেসবই চোখে পড়েছে ম্যানচেস্টার পুলিশের।
‘সামাজিক যোগাযোগমাধ্যমে একজন নারীর শারীরিকভাবে নির্যাতিত হওয়ার ছবি ও ভিডিও’ তাদের নজরে এসেছে। এরপর পরিচয় খোলাসা না করেই সেই বিবৃতিতে জানানো হয়, ‘আমরা নিশ্চিত করছি যে, ২০ বছরের মতো বয়সী একজনকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।’ এরপর থেকে তিনি পুলিশি হেফাজতে আছেন। সেখানে জেরা ও প্রশ্নের মুখোমুখি হচ্ছেন তিনি।