বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন
বলিউড ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান পাঞ্জাবের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই কর্তৃক প্রাণনাশের হুমকি পাওয়ার নিজের সঙ্গে অস্ত্র রাখার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন।
অবশেষে সেই অনুমতি পেলেন দাবাং সিনেমার এই অভিনেতা। সালমানের সঙ্গে কয়েকজন দেহরক্ষী সবসময়েই থাকেন। তবুও বাড়তি নিরাপত্তার জন্য অস্ত্র রাখার লাইসেন্সের আবেদন করেছিলেন অভিনেতা। গত ২২ জুলাই সালমান খান মুম্বাই পুলিশের হেড কোয়াটারে গিয়ে এই আবেদন করেছেন সালমান। গতকাল রোববার (৩১ জুলাই) লাইসেন্স দেয়া হয় অভিনেতাকে।
গত ২৯ মে পাঞ্জাবের গায়ক সিধু মুসেওয়ালাকে গুলি করে হত্যা করার কয়েকদিন পর জুন মাসে সালমান এবং তার বাবা সেলিম খান প্রাণনাশের হুমকি পান। হুমকির পরই বাড়িয়ে দেয়া হয় সালমানের নিরাপত্তা। শুধু সালমান নয়, বলিউডের আরও অনেক জনপ্রিয় নায়ক-নায়িকাকেই হত্যার হুমকি দিয়ে চিঠি বা ইমেইল পাঠানো হচ্ছে।