বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ২০২১-২২ অর্থবছরের খরিফ গতকাল (২ জুলাই) শনিবার মৌসুমের রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ১০০০ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়নের ১০০০ কৃষক ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার পাবেন।আজ ( ৩ জুলাই) রবিবার সকাল ১১টায় উপজেলা কৃষি পূর্ণবাসন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে উপজেলা কৃষি অফিসের হল রুমে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিপন মিয়া। এছাড়াও অনুষ্টানে উপকার ভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।