বাংলাদেশ প্রতিদিন খবর
- শুক্রবার ৩ মার্চ, ২০২৩ / ২২২ জন দেখেছে

নিরঞ্জন মিত্র (নিরু) ( ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার এডিডি ইন্টারন্যাশনাল আয়োজিত একমতবিনিময় সভায় বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের দৃশ্যমানতা বৃদ্ধির ক্ষেত্রে সবাই মিলে প্রতিবন্ধীদের পাশে থেকে সমাজকে বদলে দিতে হবে। তিনি বলেন, বিনামূল্যে প্রতিবন্ধীদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা বৃদ্ধি ও চাকরির ক্ষেত্রে যেন আরও সুযোগ তৈরি করা যায়, সে বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরতে হবে।
এফসিডিও/ইউকে এইড এর অর্থায়নে এবং এডিডি ইন্টারন্যাশনাল আয়োজিত, গতকাল (২ মার্চ) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় শহরের ডোমরাকান্দী ব্র্যাক লানিং সেন্টারে দিনব্যাপী মতবিনিময় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, প্রকল্পে সম্পৃক্ত প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও অভিভাবক এবং এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ নানা শ্রেনী-পেশার লোকজন অংশগ্রহণে জেলার প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিকরণে কারিগরি ও বৃক্তিমূলক প্রশিক্ষণের অভিজ্ঞতা ভূমিকা নিয়ে দিনব্যাপী মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথি আরো বলেন, প্রতিবন্ধীদের নিজের পায় দাঁড়ানোর জন্য জেলা প্রশাসন সর্ব ধরনের প্রস্তুত আছে। প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন ব্যাংক থেকে ঋণের ব্যাবস্থা রয়েছে। তিনি আরো বলেন, কর্মক্ষেত্রে নিজের পায়ে দাঁড়ানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তানগণ নিয়মিত মনিটরিং করে প্রতিবন্ধীদের পাশে আছে বলে জানান জেলা প্রশাসক।
এডিডি ইন্টারন্যাশনালের ফিল্ড-কো- অডিনেটর মোঃ আসাদুল্লাহর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আখতারুজ্জামান, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক সায়েদুর রহমান মৃধা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাশউদা হোসেন, ইনস্টিটিউট অব মেরিন আটেকনোলজি অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, জেলা যুবউন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খান মোঃ নাঈম, পথকলি সংস্থার নির্বাহী পরিচালক বেলায়েত হোসেন, সরকারী কমিশনার মোঃ সাজিদ – উল মাহমুদ।প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ জসিম মাতুব্বর, নাসিমা বেগম, মোঃ সোহাগ শেখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহর সমাজ সেবা কার্যালয়ের সমাজ সেবা অফিসার এস. এম. সুজাউদ্দিন রাশেদ, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোঃ আসাদুল্লাহ, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক প্রবীর কান্তি বালা (পান্না), রাসিন সংস্থার নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা প্রমুখ।অনুষ্ঠানটি পাওয়ার পয়েন্টের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন এডিডি ইন্টারন্যাশনালের পলিসি এ্যাডভোকের্সি কো-অডিনেটর মাহফুজ এ মাওলা।