শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
সরকারি কাজের নাম করে দীর্ঘদিন ধরেই উর্বর ধানী জমির মাটি কাটছেন— একটি প্রভাব মহল কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে এক লক্ষ ইয়াবা জব্দ চট্টগ্রামে এক মাসে তিন জেলা প্রশাসক, ২৯ দিনেই বদলি সাইফুল, নতুন দায়িত্বে জাহেদুল মিঞা নওগাঁ সুজন-সুশাসনের জন্য নাগরিক” সুজন-এর ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে জামায়াত প্রার্থী এডভোকেট আব্দুর রব এর মতবিনিময় পদ্মায় ধরা পড়ল ২৪ কেজি ওজনের কাতল, বিক্রি হলো ৬৭ হাজার টাকায় আনজুমান ট্রাস্টের এক্সিউটিভ সভা অনুষ্ঠিত সন্ত্রাস দমন আইনে চকরিয়ায় ছাত্রলীগের ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ ‘লঙ্ঘিত’ হয়েছে: সালাহউদ্দিন নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রঙ্গণে ৫০০ কাব স্কাউটের মিলন মেলা অনুষ্ঠান অনুষ্ঠিত 

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক

 

সোহেল রানা,রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ২০২৫-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বেলা ১২টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব মিলনায়তনে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় নতুন কমিটির পরিচিতি ও আলোচনা সভা।

 

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ প্রতিদিন ও দেশ টিভির রাজশাহী প্রতিনিধি কাজী শাহেদ অনুষ্ঠানে উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটিকে দ্বায়িত্বভার ও শুভেচ্ছা জানান।

 

এসময় তিনি বলেন, “নির্বাচনের মাধ্যমে গঠিত এই নতুন কমিটি রাজশাহীর সাংবাদিক সমাজে ঐক্য, পেশাগত দায়িত্ববোধ ও ইতিবাচক নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করবে।” ইতিমধ্যে রাজশাহীতে ঐক্যের প্রতীক হিসাবে পরিচিত পেয়েছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব। এই ধারা অব্যাহত রেখে প্রতিটি সাংবাদিকদের অধিকার আদায়সহ অন্যায়ের প্রতিবাদ করবে বলে আমি আশাবাদী।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক বাংলাদেশের আলো’র স্টাফ রিপোর্টার মীর তোফায়েল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজিবার রহমান, প্রেসিডিয়াম সদস্য আবু কাওসার মাখন, লিয়াকত হোসেন, শাহিনুর রহমান সোনা ও আল আমিন হোসেন।

 

এছাড়াও উপস্থিত ছিলেন, নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি রেজাউল করিম, সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মন্ডল, সহ-সভাপতি শেখ রহমতুল্লাহ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল হাসান রকি, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, কোষাধ্যক্ষ মামুনুর রহমান, দপ্তর সম্পাদক সুলতানুল আরেফিন খান নিহাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, নির্বাহী সদস্য আক্তার হোসেন হীরা, মাসুদ পারভেজ ও মশিউর রহমান সহ অন্যান্য সদস্যবৃন্দ।

 

বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়— এটি সমাজের প্রতি দায়িত্ব ও অঙ্গীকার। রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব দীর্ঘদিন ধরে সংবাদকর্মীদের পেশাগত মর্যাদা ও সামাজিক দায়িত্ব পালনে কাজ করে যাচ্ছে। নতুন কমিটির নেতৃত্বে এই ধারা আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

নবনির্বাচিত সভাপতি রেজাউল করিম বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব, যাতে প্রেসক্লাব শুধু সাংবাদিকদের নয়, সমাজের মানুষেরও আস্থার কেন্দ্র হয়ে ওঠে।” রাজশাহী’র প্রতিটি গণমাধ্যমে কর্মরত সকল সাংবাদিকের পাশে থাকবে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব।

 

সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বলেন, “নতুন উদ্যম ও আন্তরিকতার সঙ্গে আমরা ক্লাবের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করব।” অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অভিষেকের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com