সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:১৪ অপরাহ্ন
এইচ এম জুয়েল রানা যশোর প্রতিনিধিঃ
এইচ এম জুয়েল রানা যশোর প্রতিনিধিঃ যশোরের মণিরামপুরে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে কাগজপত্রবিহীন ৬ টি মামলা সহ ২২ টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।শনিবার(২৪ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের বিভিন্ন মোড়ে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল জব্দ করেন যশোর ট্রাফিক পুলিশ।
যশোর ট্রাফিক পুলিশের (সার্জেন্ট) রজব রহমানের নেতৃত্বে ট্রাফিক পুলিশের (এ টিএস আই) জাফর ইকবাল, সহ কনস্টেবল আসমাউলএই অভিযানে অংশ নেয়।মোটরসাইকেল জনিত দুর্ঘটনারোধে হেলমেট ব্যবহারে সচেতনতামূলক প্রচারণা ও একই বাইকে তিনজন উঠা বন্ধে এ অভিযান শুরু হয়েছে। সব ধরনের চ্যালেঞ্জকে মাথায় নিয়ে, রাষ্ট্র ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন যশোর ট্রাফিক পুলিশ সদস্যরা। জব্দ কৃত মোটরসাইকেল মণিরামপুর থানায় সোপর্দ করা হয়েছে।
যশোর ট্রাফিক পুলিশের (সার্জেন্ট) রজব রহমান বলেন, আমরা একটি বিশেষ অভিযান পরিচালনা করছি আইন শৃঙ্খলা রক্ষার্থে। অনেকেই মোটরসাইকেল চালাচ্ছেন ঠিকই কিন্তু নিজেকে সুরক্ষা দিতে হেলমেট মাথায় পরছেন না, ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির বৈধ কাগজপত্র না থাকায়। আমরা এ অভিযান পরিচালনা করে যাচ্ছি, অভিযান পরিচালনা করার উদ্দেশ্য হলো মানুষকে বিভিন্নভাবে সচেতন করা।